earthquake

দিল্লিতে ভূমিকম্প! ২৪ ঘণ্টার মধ্যেই আবার কাঁপল রাজধানী

মঙ্গলবার রাত সওয়া ১০টা নাগাদ দেশের রাজধানী শহর এবং আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, প্রায় ৪৫ সেকেন্ড ধরে তিন দফায় কম্পন অনুভূত হয় দিল্লিতে।।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৭:৪৬

প্রতীকী ছবি।

বুধবার বিকেলে আবার কেঁপে উঠল রাজধানী। মঙ্গলবারের ভূমিকম্পের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবার কম্পন অনুভূত হল দিল্লিতে। তবে এবারে মাত্রা কিছুটা কম। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, মূলত পশ্চিম দিল্লিতেই এই ভূমিকম্প বোঝা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭।

বুধবার বিকাল ৪টে ৪২ মিনিটে নয়াদিল্লির ১৭ কিলেমিটার উত্তর পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্র। এর আগে মঙ্গলবার রাত সওয়া ১০টা নাগাদ রাজধানী শহর এবং তার আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, প্রায় ৪৫ সেকেন্ড ধরে তিন দফায় কম্পন অনুভূত হয় দিল্লিতে। যে কম্পনের উৎসস্থল ছিল পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা।

Advertisement

মঙ্গলবারের ভূমিকম্পে দিল্লিতে বিশেষ ক্ষয়ক্ষতি না হলে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানে। মৃত্যুও হয়েছে পাকিস্তানের সাধারণ মানুষের। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। সাধারণত বড় ভূমিকম্পের পরে ছোট খাট কম্পন হতে থাকে আক্রান্ত এলাকাগুলিতে। বুধবার দিল্লির ভূমিকম্পও তেমনই আফটারশক হতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান।

Advertisement
আরও পড়ুন