Delhi Pollution

টানা তিন দিন দিল্লির দূষণ ‘ভয়ানক’ পর্যায়ে, হালকা বৃষ্টিতেও বদলায়নি পরিস্থিতি

দূষণের পাশাপাশি দিল্লির আকাশ ঢেকেছে ঘন কুয়াশায়। মৌসম ভবনের পূর্বাভাস, মঙ্গলবারও দিল্লির আকাশ মেঘে ঢাকা থাকতে পারে। ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১২:১৭
আবার দূষণে হাঁসফাঁস দিল্লি।

আবার দূষণে হাঁসফাঁস দিল্লি। — ফাইল চিত্র।

ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লির কিছু অংশ। এর মধ্যেই সমস্যা বৃদ্ধি করেছে দূষণের মাত্রা। টানা তিন দিন দিল্লিতে দূষণের মাত্রা রইল ‘ভয়ানক’ পর্যায়ে। হালকা বৃষ্টি হলেও দূষণ কমল না। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) বলছে, মঙ্গলবার সকালে দিল্লিতে একিউআই বা বাতাসের গুণমানের সূচক ছিল ৪০৬।

Advertisement

অক্টোবরের শুরু থেকে দিল্লিতে দূষণের মাত্রা ক্রমে বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের ধমকের পরে চালু করা হয় সর্বোচ্চ পদক্ষেপ (জিআরএপি-৪)। এর পর ডিসেম্বরে দূষণের মাত্রা কিছুটা কমলে কড়া বিধি শিথিল করা হয়। এ বার ফের দিল্লিতে একিউআই ৪০০-র গণ্ডি ছাড়াল, যা ‘ভয়ানক’ পর্যায়ে পৌঁছেছে। একিউআই শূন্য থেকে ৫০ হলে তা ‘ভাল’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ হলে ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ ‘খুব খারাপ’, ৪০১ থেকে ৫০০ ‘ভয়ানক’ বলে ধরা হয়। একিউআই ৪০০ ছাড়ালে গ্র্যাপ-৩ চালু করা হয়। সে সময় দিল্লি, এনসিআরে পাথর ভাঙা, নির্মাণকাজ বন্ধ রাখা হয়। প্রাথমিক স্কুলের ক্লাস অনলাইনে চালু করা হয়। একিউআই ৪৫০ ছাড়ালে গ্র্যাপ-৪ চালু করা হয়। ভিন্‌রাজ্যের গাড়ি দিল্লির রাস্তায় চলতে পারে না।

দূষণের পাশাপাশি দিল্লির আকাশ ঢেকেছে ঘন কুয়াশায়। মৌসম ভবনের পূর্বাভাস, মঙ্গলবারও দিল্লির আকাশ মেঘে ঢাকা থাকতে পারে। ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে তাতে দূষণের মাত্রা কমবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। মঙ্গলবার রাজধানীর রাতের তাপমাত্রা নামতে পারে ৯ ডিগ্রি সেলসিয়াসে।

Advertisement
আরও পড়ুন