Delhi Liquor Policy Case

আবগারি মামলা: কেজরীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারে ইডি, অনুমতি উপরাজ্যপালের

আবগারি দুর্নীতি মামলায় কেজরীওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে ইডি, দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা কেন্দ্রীয় সংস্থাকে এই সংক্রান্ত অনুমোদন দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৩:০১
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি পেল ইডি।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি পেল ইডি। ছবি: পিটিআই।

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমোদন পেল ইডি। দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা কেন্দ্রীয় সংস্থাকে এই সংক্রান্ত অনুমোদন দিয়েছেন। ফলে বিধানসভা নির্বাচনের আগে নতুন করে বিপাকে আম আদমি পার্টির প্রধান।

Advertisement

কেজরীওয়ালের মামলায় গত ৬ নভেম্বর সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তার ভিত্তিতে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচারের অনুমতি চেয়ে দিল্লির উপরাজ্যপালের কাছে আবেদন জানিয়েছিল ইডি। গত ৫ ডিসেম্বর সেই আবেদনের পর শনিবার অনুমোদন দিলেন সাক্সেনা।

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচার প্রক্রিয়া শুরু করা যায় না। এর আগে ইডির কোনও মামলায় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন হত না। সিবিআই বা রাজ্য পুলিশের ক্ষেত্রে সেই সম্মতি দরকার হত। পরে ইডির ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ হয়।

আবগারি মামলায় ইডির সপ্তম অতিরিক্ত চার্জশিটের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মামলা করেছিলেন কেজরীওয়াল। ওই সংক্রান্ত নিম্ন আদালতের নির্দেশ খারিজের আবেদন জানিয়েছিলেন তিনি। তাঁর যুক্তি ছিল, জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য আগে থেকে সরকারের অনুমতি নিতে হয়। যা ইডি নেয়নি। এর জবাব দিতে সময় চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা।

আবগারি মামলায় গত জুলাই মাসে ২০০ পাতার চার্জশিট আদালতে জমা দিয়েছিল ইডি। তাতে কেজরীওয়াল এবং দিল্লির শাসকদল আপকে অভিযুক্ত করা হয়েছিল। নিম্ন আদালত জানিয়েছিল, কেজরীর বিরুদ্ধে পদক্ষেপ করার মতো যথেষ্ট তথ্য ওই চার্জশিটে আছে। কিন্তু তার বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

কেজরীকে ইডি গ্রেফতার করেছিল গত ২১ মার্চ। একই মামলায় সিবিআই তাঁকে ২৬ জুন শোন অ্যারেস্ট (গ্রেফতার হওয়া ব্যক্তিকে নতুন করে হেফাজতে নেওয়া) করে। দু’টি ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। জেল থেকে বেরিয়ে কেজরী দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। ওই পদে শপথ নিয়েছেন আতিশী মার্লেনা। নতুন বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। কেজরী এখন সেই প্রচারে ব্যস্ত। তাঁর দল দিল্লির নির্বাচনে কোনও জোটের শরিক হিসাবে নয়, একক ভাবে লড়াই করবে, জানিয়েছেন কেজরী।

Advertisement
আরও পড়ুন