জামিন পেলেন অগুস্তাকাণ্ডের মূল অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিশেল জেমস। —ফাইল ছবি।
সুপ্রিম কোর্টের পরে এ বার দিল্লি হাই কোর্ট। সিবিআই মামলার পরে ইডির মামলা। আবার মঞ্জুর হল অগুস্তা-ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার ঘুষকাণ্ডের অন্যতম অভিযুক্ত ব্রিটিশ দালাল (মধ্যস্থতাকারী) ক্রিশ্চিয়ান মিশেল জেমসের জামিনের আবেদন।
অগুস্তা ঘুষকাণ্ডের দুর্নীতি বিষয়ক সিবিআই মামলায় গত ১৮ ফেব্রুয়ারি মিশেলকে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার অগুস্তাকাণ্ডে বেআইনি আর্থিক লেনদেনের ইডি মামলায় তাঁর জামিনের আবেদন দিল্লি হাই কোর্টে মঞ্জুর হয়েছে। এর ফলে গত ছ’বছর ধরে দিল্লির তিহাড় জেলে বন্দি মিশেলের মুক্তির পথ প্রশস্ত হল বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ৩৬০০ কোটি টাকার অগুস্তা ঘুষকাণ্ডের অন্যতম অভিযুক্ত মিশেলকে ২০১৮ সালে দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল। সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কংগ্রেস তথা গান্ধী পরিবারের সঙ্গে তাঁর ‘যোগাযোগের’ অভিযোগ তুলেছিলেন। রাফাল যুদ্ধবিমান চুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠার পরে বলেছিলেন, ‘‘মিশেল মামার জন্যই কি রাফালে আপত্তি কংগ্রেসের?’’
ভিভিআইপিদের জন্য চপার (হেলিকপ্টার) কিনতে ২০১০ সালে ব্রিটিশ সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি করেছিল তৎকালীন ইউপিএ সরকার। ৩৬০০ কোটি টাকার ওই চুক্তিতে ১২টি হেলিকপ্টার কেনার কথা হয়েছিল। কিন্তু ২০১৩-র শুরুতে অভিযোগ ওঠে, চুক্তিতে ঘুষের লেনদেন হয়েছে। নাম জড়ায় তৎকালীন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীর। সিবিআই তদন্তের নির্দেশ দেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। পরে বিতর্কের মুখে চপার চুক্তি বাতিল করে মনমোহন সরকার। সিবিআই গ্রেফতার করে ত্যাগীকে। তদন্তে দাবি করা হয়, তিন দালালের মধ্যে মিশেলই ছিলেন মূল।