Delhi Assembly Election 2025

‘রোড শো’ করতে গিয়ে দেরি, আতিশী পারলেন না মনোনয়ন জমা দিতে! কী করবেন দিল্লির মুখ্যমন্ত্রী?

কালকাজি কেন্দ্রের আপ প্রার্থী আতিশী সোমবার সকালে গিরিনগর গুরুদ্বার এবং কালকাজি মন্দিরে গিয়েছিলেন। এর পর ‘রোড শো’ করে নয়াদিল্লির জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৮:১০
দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা।

দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। ছবি: পিটিআই।

দেরি হয়ে গেল ‘রোড শো’ করতে গিয়ে। সোমবার তাই মনোনয়ন জমা দিতে পারলেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র নেত্রী আতিশী মার্লেনা।

Advertisement

কালকাজি বিধানসভা কেন্দ্রের আপ প্রার্থী আতিশী সোমবার মনোনয়ন জমা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আগেই। সকালে তিনি গিরিনগর গুরুদ্বার এবং কালকাজি মন্দিরে গিয়েছিলেন। এর পর ‘রোড শো’ করে নয়াদিল্লির জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যান। কিন্তু ততক্ষণে নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমা (বিকেল ৩টে) পার হয়ে যাওয়ায় তা জমা দিতে পারেননি তিনি।

আপের তরফে জানানো হয়েছে মঙ্গলবার (১৪ জানুয়ারি) মনোনয়ন জমা দেবেন আতিশী। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা। মনোনয়ন পর্ব শুরু হয়েছে গত ১০ জানুয়ারি থেকে। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। ১৮ জানুয়ারি মনোনয়ন পরীক্ষার কাজ হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। কালকাজি কেন্দ্রে মুখ্যমন্ত্রী আতিশীর প্রতিদ্বন্দ্বী দক্ষিণ দিল্লির প্রাক্তন বিজেপি সাংসদ রমেশ বিধুড়ী এবং চাঁদনিচকের প্রাক্তন আপ বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা।

Advertisement
আরও পড়ুন