Gang Rape Case

চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ! অভিযোগ উঠল হরিয়ানার বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে

কসৌলি থানায় দুই অভিযুক্তের নামে এফআইআর দায়ের করেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী হরিয়ানার বাসিন্দা। তাঁকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১১:১৮
Haryana BJP chief and a singer charged for rape case in Kasauli

হরিয়ানার রাজ্য বিজেপির সভাপতি মোহনলাল বড়োলি। —ফাইল চিত্র।

হরিয়ানার বিজেপির প্রধান মোহনলাল বড়োলির বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। শুধু তিনি একা নন, সঙ্গীতশিল্পী রকি মিত্তলের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। থানায় দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তাঁর অভিযোগ, হিমাচল প্রদেশের একটি হোটেলে তাঁকে ধর্ষণ করেন মোহনলাল এবং রকি।

Advertisement

সোলানের কসৌলি থানায় দুই অভিযুক্তের নামে এফআইআর দায়ের করেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী হরিয়ানার বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন, দেড় বছর আগে, চাকরি দেবেন এমন প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন মোহনলাল এবং রকি। এমনকি, তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

নির্যাতিতার অভিযোগ, কসৌলির এক হোটেলে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে জোর করে মদ্যপান করানো হয়। শুধু তা-ই নয়, রকি নামে ওই সঙ্গীতশিল্পী তাঁকে অভিনয়ের সুযোগ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর রাজ্য বিজেপির সভাপতি মোহনলাল তাঁকে চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দেন। অভিযোগ, সেই প্রতিশ্রুতি দিয়েই বার বার ধর্ষণ করা হয়। সোলানের পুলিশ সুপার গৌরব সিংহ জানান, ঘটনার অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে।

হরিয়ানার রাজনীতিতে খুবই চর্চিত ৬১ বছর বয়সি মোহনলাল। গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে সোনীপত কেন্দ্র থেকে লড়েন তিনি, কিন্তু জিততে পারেননি। তাঁকে হরিয়ানার রাজ্য বিজেপির সভাপতি করা হয়। তিনি এক সময় আরএসএস করতেন। পরে বিজেপির হয়ে মুরথাল থেকে জেলা পরিষদ নির্বাচনে জেতেন। সেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। ২০১৯-এর বিধানসভা নির্বাচনে রাই কেন্দ্র থেকে লড়ে জেতেন তিনি। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হেরে যান।

Advertisement
আরও পড়ুন