Accident

ভিআইপি প্লেট লাগানো বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় বাঙালি সাইকেল আরোহীর মৃত্যু দিল্লিতে

বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হল দিল্লিতে। এই ঘটনায় ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ২২:২১
বাঁ দিকে সেই বিএমডব্লিউ গাড়ি। চালককে গ্রেফতার করা হয়েছে।

বাঁ দিকে সেই বিএমডব্লিউ গাড়ি। চালককে গ্রেফতার করা হয়েছে। ছবি টুইটার।

ভিআইপি প্লেট লাগানো বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাঙালি সাইকেল আরোহীর। রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লির মহিপালপুর উড়ালপুলের কাছে। নিহত সাইকেল আরোহীর নাম শুভেন্দু চট্টোপাধ্যায় (৫০)।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বিএমডব্লিউ গাড়িটিতে ‘প্রেসিডেন্ট ফিনান্স কমিটি, দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ড’-এর স্টিকার লাগানো ছিল। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। বেপরোয়া ভাবে গাড়ি চালানো ও মৃত্যুর অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।

ঘাতক গাড়িটির চালক দাবি করেছেন, গাড়ির টায়ার ফেটে গিয়েছিল। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িটি। জখম অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান ঘাতক গাড়িরই চালক। হাসপাতালে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত ব্যক্তি গুরুগ্রামের বাসিন্দা। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন