Donation in Karnataka Temple

তিন ভরি সোনা, কোটি টাকা নগদ জমা পড়ল ৩০ দিনে! কর্নাটকের মন্দিরের দানপাত্র খুলেই চমক

মন্দির সূত্রে জানা গিয়েছে, ষোড়শ শতকের সাধু রাঘবেন্দ্র স্বামীর জন্মতিথি উপলক্ষে প্রায় ৩০ দিন ধরে সেখানে ভক্তদের সমাগম হয়েছে। সে সময়ই মন্দিরের দানপাত্রে জমা পড়েছে এই গয়না, টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১১:৪১
মন্দিরে টাকা গুনছেন পুরোহিতেরা।

মন্দিরে টাকা গুনছেন পুরোহিতেরা। ছবি: সংগৃহীত।

৩ কোটি ৪৮ লক্ষ ৬৯ হাজার ৬২১ টাকা, ৩২ গ্রাম সোনা এবং ১.২৪ কেজি রুপো— জমা পড়ল কর্নাটকের রায়চুড়ে রাঘবেন্দ্র স্বামী মঠের দানপত্রে। ৩০ দিন সময়সীমার মধ্যে এই অনুদান জমা পড়েছে মন্দিরে।

Advertisement

একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, মেঝেতে সার সার দিয়ে বসে রয়েছেন পুরোহিতেরা। তাঁদের সামনে ছড়িয়ে রয়েছে নোট, মুদ্রা। মন দিয়ে সেগুলো গুনছেন মন্দিরের পুরোহিতেরা। মন্দির সূত্রে জানা গিয়েছে, ষোড়শ শতকের সাধু রাঘবেন্দ্র স্বামীর জন্মতিথি উপলক্ষে প্রায় ৩০ দিন ধরে সেখানে ভক্তদের সমাগম হয়েছে। সে সময়ই মন্দিরের দানপাত্রে জমা পড়েছে এই গয়না, টাকা।

গত বছর বেঙ্গালুরুতে এই রাঘবেন্দ্র স্বামীর মন্দিরে গিয়েছিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। তাঁদের সঙ্গে ছিলেন অক্ষতার বাবা তথা ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি, তাঁর স্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি। তাঁদের ওই মন্দিরে আরতি করতেও দেখা গিয়েছিল।

Advertisement
আরও পড়ুন