Mobile App

পাসপোর্ট জালিয়াতি ঠেকাতে চালু হবে মোবাইল অ্যাপ

পুলিশ জানিয়েছে, অ্যাপ চালু হয়ে গেলে পাসপোর্টের আবেদনকারীদের জমা দেওয়া সমস্ত নথি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত হবে পুলিশের সার্ভারে।

Advertisement
শিবাজী দে সরকার
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ০৯:৩০
আপাতত বিধাননগর কমিশনারেট এবং হাওড়া গ্রামীণ পুলিশ এলাকায় নথি যাচাইয়ের জন্য চালু করা হয়েছে মোবাইল অ্যাপ।

আপাতত বিধাননগর কমিশনারেট এবং হাওড়া গ্রামীণ পুলিশ এলাকায় নথি যাচাইয়ের জন্য চালু করা হয়েছে মোবাইল অ্যাপ। — প্রতীকী চিত্র।

পাসপোর্ট জালিয়াতি ঠেকাতে এ বার রাজ্যে চালু হতে চলেছে পাসপোর্ট মোবাইল অ্যাপ। মহড়া হিসাবে ওই অ্যাপ আপাতত বিধাননগর কমিশনারেট এবং হাওড়া গ্রামীণ পুলিশ এলাকায় নথি যাচাইয়ের জন্য চালু করা হয়েছে। রাজ্য পুলিশ সূত্রের খবর, ওই দুই জেলায় এই অ্যাপের ব্যবহার সফল ভাবে করা হলে আগামী দিনে গোটা রাজ্যেই তা চালু করা হবে। কলকাতা পুলিশের দু’টি ডিভিশনেও এই অ্যাপ চালু করা হয়েছে। সার্ভারের সমস্যা মিটে গেলেই গোটা কলকাতা পুলিশ এলাকায় তা চালু হয়ে যাবে বলে পুলিশের অনুমান।

Advertisement

গত ডিসেম্বরে ভুয়ো নথি দাখিল করে পাসপোর্ট তৈরির বিষয়টি সামনে আসে। আঞ্চলিক পাসপোর্ট অফিসের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নেমে কলকাতা পুলিশ প্রথমে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির একটি চক্রের কথা জানতে পারে। গ্রেফতার হন দশ জন। যাঁদের মধ্যে রয়েছেন এক প্রাক্তন পুলিশকর্মী ও ডাকঘরের দুই কর্মীও। এর পরেই রাজ্য জুড়ে এই চক্রের উপস্থিতির কথা জানা যায়। বারাসত, চন্দননগর-সহ কয়েকটি জায়গা থেকে পাসপোর্ট-চক্রের কয়েক জন গ্রেফতার হন। তাঁদের মধ্যে রয়েছেন এক সিভিক ভলান্টিয়ারও। সূত্রের দাবি, এর পরেই রাজ্য পুলিশের কর্তারা ঠিক করেন, কলকাতা পুলিশের দু’টি ডিভিশনে চলা পাসপোর্ট অ্যাপের কিছু পরিমার্জন করে তা রাজ্য পুলিশ এলাকাতেও চালু করা হবে। তার পরে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন রাজ্য পুলিশের কর্তারা।

পুলিশ জানিয়েছে, এই অ্যাপ চালু হয়ে গেলে পাসপোর্টের আবেদনকারীদের জমা দেওয়া সমস্ত নথি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত হবে পুলিশের সার্ভারে। যার ফলে নির্দিষ্ট কোনও আবেদনকারী কী নথি জমা দিয়েছেন, তা নিয়ে বিভ্রান্তি দূর হবে। সেই সঙ্গেই ওই অ্যাপের মাধ্যমে আবেদনকারী সরাসরি দেখতে পাবেন, কী কী নথি তাঁকে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। পুলিশও দেখতে পাবে, আবেদনকারী কী কী নথি জমা দিয়েছেন। আবেদন করার পরে পাসপোর্টের ‘স্টেটাস’ কী রয়েছে, তা-ও আবেদনকারী এক ক্লিকে জেনে নিতে পারবেন। তার আগে অবশ্য পুলিশের তরফে পাঠানো লিঙ্কে গিয়ে তাঁকে লগ-ইন করতে হবে। একই সঙ্গে পাসপোর্ট অফিসার কী কী করেছেন, তা-ও জানতে পারবেন আবেদনকারীরা।

সংশ্লিষ্ট শাখার ওসি এবং এসি-রাও লগ-ইন করে যে কোনও পাসপোর্টের ‘স্টেটাস’ দেখে নিতে পারবেন। এক পুলিশকর্তা জানান, নথি জমা দেওয়ার পরে পুলিশের তরফে সেগুলি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হলে আবেদনকারী একটি মেসেজ পাবেন। তাঁর আবেদন কী অবস্থায় রয়েছে, সেই মেসেজে তা লেখা থাকবে। এই অ্যাপ চালু হলে আবেদনকারী তাতে অভিযোগও জানাতে পারবেন। যা সরাসরি পুলিশকর্তাদের কাছে চলে যাবে।

রাজ্য পুলিশের কর্তাদের অনুমান, অ্যাপটি চালু হলে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করা আটকানো যাবে। একই সঙ্গে আবেদনকারীর সব নথি সংরক্ষণ করার ফলে ভবিষ্যতে ভুয়ো নথি জমা দেওয়াও ঠেকানো যাবে।

Advertisement
আরও পড়ুন