Covid -19

Covid daily bulletin: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত বৃদ্ধি পেল ৯০ শতাংশ!

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজার ১৮৩ জন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১১:২৯
গোটা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৪ জনের মৃত্যু হয়েছে।

গোটা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৪ জনের মৃত্যু হয়েছে। ফাইল চিত্র

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজার ১৮৩ জন। যা রবিবারের তুলনায় ৯০ শতাংশ বেশি। রবিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,১৫০।

২০ ফেব্রুয়ারির পর রাজধানীতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছে।

কোভিড বিশেষজ্ঞেরা জানিয়েছেন, ওমিক্রন ও ডেল্টা রূপে সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার অপেক্ষাকৃত কম। সোমবার দৈনিক সংক্রমণের হার এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ০.৮৩ শতাংশ। বর্তমানে সারা দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১১,৫৪২ জন।
পরিসংখ্যান অনুযায়ী, কেরালায় সক্রিয় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি (৯৪০)। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক জন উত্তরপ্রদেশের এবং বাকি ২১৩ জন কেরলে। কেরল সরকারের তরফ থেকে থেকে সঠিক তথ্য আসতে দেরি হয়েছে। সারা ভারতে এখনও অবধি মোট ১৮৬ কোটি ৫৪ লক্ষ ৯৪ হাজার ৩৫৫ জনের টিকাকরণ হয়েছে।

Advertisement
আরও পড়ুন
Advertisement