Daily Covid Bulletin

Corona in India: দেশে দৈনিক আক্রান্ত বেড়ে হাজারের উপর, কিন্তু বাড়েনি মৃতের সংখ্যা

সারা ভারতে এখনও অবধি মোট ১৮৬ কোটি ৫১ লক্ষ ৫৩ হাজার ৫৯৩ জনের টিকাকরণ হয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ১২:০৫
বর্তমানে দেশ জুড়ে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। 

বর্তমানে দেশ জুড়ে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।  প্রতীকী ছবি

পর পর দু’দিন হাজারের নীচে থাকার পর ফের দৈনিক আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার দেশ জুড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ১১৫০, যা শনিবারের তুলনায় কিছুটা বেশি। শনিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৭৫ জন।

বর্তমানে সারা দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১১,৫৫৮ জন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ১৯২। রবিবার দৈনিক সংক্রমণের হার সামান্য কমে দাঁড়িয়েছে ০.৩১ শতাংশ।

শনিবারের তুলনায় দিল্লিতে দৈনিক সক্রিয় করোনা আক্রান্তের হার বেড়ে হল ৩.৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে মাত্র ৪ জনের।

এর মধ্যে দিল্লিতে ২ জন, মিজোরাম এবং জম্মু ও কাশ্মীরে ১ জনের মৃত্যু হয়েছে। দেশে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি (৪৬১)। এর পরে রয়েছে হরিয়ানা (২০২), উত্তর প্রদেশ (১০২) এবং মহারাষ্ট্র (৯৮)।

সারা ভারতে এখনও অবধি মোট ১৮৬ কোটি ৫১ লক্ষ ৫৩ হাজার ৫৯৩ জনের টিকাকরণ হয়েছে। বর্তমানে দেশ জুড়ে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।

Advertisement

Advertisement
আরও পড়ুন