বিদেশ সফর গিয়ে নরেন্দ্র মোদীর বিতর্কিত মন্তব্য মনে করিয়ে দিলেন মল্লিকার্জুন খড়্গে। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
আত্মরক্ষা নয় প্রতিআক্রমণ। লন্ডন সফরে রাহুল গান্ধী ‘দেশকে অপমান’ করেছেন বলে বিজেপি শিবিরের তোলা অভিযোগের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিছু পুরনো বক্তব্য মনে করিয়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। সোমবার ধারাবাহিক টুইটারে মোদীকে নিশানা করেছেন কংগ্রেসের দলিত নেতা।
একটি টুইটে তিনি লিখেছেন, ‘‘আমি চিন সফরে আপনার করা মন্তব্য মনে করিয়ে দিতে চাই। আপনি বলেছিলেন, আগে আপনি ভারতীয় হয়ে জন্মগ্রহণ করতে লজ্জা বোধ করতেন। এখন আপনি দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত বোধ করছেন। সেই মন্তব্য ভারত এবং ভারতীয়দের অপমান ছিল না? আপনার মন্ত্রীদের স্মৃতিশক্তি একটু জোরাল করতে বলুন।’’
In South Korea, you had said -
— Mallikarjun Kharge (@kharge) March 13, 2023
"There was a time when people used to feel that what sin they committed in their past life which resulted in taking birth in India, is this what you call a country..."
First see the ‘Mirror of Truth’, before lecturing the Congress party!
2/2
প্রধানমন্ত্রী হওয়ার এক বছর পরে, ২০১৫ সালের মে মাসে চিন এবং দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছিলেন মোদী। চিনে তিনি বলেন, ‘‘এক বছর আগেও ভারতীয় হিসেবে পরিচয় দিতে লজ্জা হতো।’’ সে সময় কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স-সহ একাধিক বিরোধী দল প্রধানমন্ত্রীর ক্ষমাপ্রার্থনার দাবি তুললেও তাতে কর্ণপাত করেননি বিজেপি নেতৃত্ব।
.@narendramodi ji
— Mallikarjun Kharge (@kharge) March 13, 2023
I want to remind you of your statement made in China.
You said -
“Earlier, you felt ashamed of being born Indian. Now you feel proud to represent the country"
Was this not an insult to India and Indians?
Tell your Ministers to refresh their memories!
1/2
সেই প্রসঙ্গ তুলে অন্য একটি টুইটে খড়্গে লিখেছেন, ‘‘দক্ষিণ কোরিয়ায় গিয়ে আপনি বলেছিলেন, একটা সময় ছিল যখন মানুষ মনে করতেন যে তাঁরা তাঁদের পূর্বজন্মে কী পাপ করেছিলেন, যার পরিণামে ভারতে জন্ম নিতে হয়েছিল। সত্যের আয়নায় মুখ দেখুন।’’
লন্ডন সফরে মোদী সরকারের সমালোচনা করে রাহুল ‘ভারতের অপমান’ করেছেন বলে সোমবার অভিযোগ সংসদে সরব হন বিজেপি সাংসদেরা। কংগ্রেস শিবিরের জবাব, শুধু চিন বা দক্ষিণ কোরিয়া নয়, অতীতে কানাডা, পশ্চিম এশিয়া সফরে গিয়েও পূর্বতন ইউপিএ সরকারের সমালোচনা করেছেন মোদী। এমনকি, ২০১৫-র অগস্টে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত বাণিজ্য সম্মেলেন পূর্বতন মনমোহন সিংহ সরকারকে নিশানা করে মোদী বলেছিলেন, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে আমি একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাহীন এবং অলস সরকারের উত্তরাধিকারী হয়েছি।’’