PM Narendra Modi-Mallikarjun Kharge

মোদীর শ্বেতপত্রের জবাবে কংগ্রেস কৃষ্ণপত্র প্রকাশ করবে, তুলে ধরা হবে এক দশকের ‘আর্থিক অনিয়ম’

সংসদের বাজেট অধিবেশনের মেয়াদ এক দিন বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) অধিবেশনের সমাপ্তির কথা ছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১১
PM Narendra Modi and Mallikarjun Kharge.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (বাঁ দিকে) এবং মল্লিকার্জুন খড়্গে (ডান দিকে)। —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্বেতপত্রের জবাবে কৃষ্ণপত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। আগামী সোমবার দ্বিতীয় মোদী সরকারের জমানায় সংসদের শেষ অধিবেশনের দিন ওই কৃষ্ণপত্র প্রকাশ করা হতে পারে।

Advertisement

সংসদের বাজেট অধিবেশনের মেয়াদ এক দিন বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) অধিবেশনের সমাপ্তির কথা ছিল। কিন্তু মঙ্গলবার সংসদ বিষয়ক মন্ত্রক জানিয়েছে, মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ অধিবেশন শেষ হবে আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি)। সরকারি সূত্রের খবর, সংসদে ‘ইউপিএ সরকারের আমলের আর্থিক অনিয়ম’ শীর্ষক একটি শ্বেতপত্র পেশ করার উদ্দেশ্যেই এই মেয়াদ বৃদ্ধি।

লোকসভা ভোটের আগে রাজনীতির পালে হাওয়া টানার উদ্দেশ্যেই অধিবেশনের এই মেয়াদ বৃদ্ধি বলে আশঙ্কা বিরোধীদের। সোমবার বাজেট অধিবেশনের প্রথম পর্বের সমাপ্তির দিন মোদী বক্তৃতার সূচি সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছে। যদিও সূত্রের খবর, মনমোহন সিংহের প্রধানমন্ত্রিত্বের সময়কার অনিয়ম নিয়ে বৃহস্পতিতে শ্বেতপত্র প্রকাশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এই আবহে মোদীর গত ১০ শাসনে আর্থিক অনিয়ম নিয়ে কংগ্রেসের তরফে কৃষ্ণপত্র প্রকাশ করা হতে পারে বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছিল। ১ ফেব্রুয়ারি ২০২৪-২৫ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট প্রস্তাব (ভোট-অন-অ্যাকাউন্ট) পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement