সাংসদ পদ হারানোর সরকারি বাংলোর পাশাপাশি কূটনৈতিক পাসপোর্টও হারিয়েছেন রাহুল। ফাইল চিত্র।
মোদী পদবি নিয়ে মন্তব্যের দায়ে গুজরাতের সুরাত আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়ে সাংসদ পদ হারানোর পরেই লুটিয়েন্স দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের সরকারি বাংলো ছেড়েছিলেন তিনি। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এ বার ফেরত দিলেন তাঁর কূটনৈতিক (ডিপ্লোম্যাটিক) পাসপোর্ট।
সাংসদ হিসাবে পাওয়া কূটনৈতিক (ডিপ্লোম্যাটিক) পাসপোর্ট জমা দিয়ে রাহুল সাধারণ পাসপোর্ট পাওয়ার জন্য দিল্লির আদালতে আবেদন জানিয়েছেন। ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিনে মুক্ত রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাই বিধি মেনে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি)-এর জন্য এই আবেদন জানাতে হয়েছে তাঁকে।
রাহুলের আবেদনের প্রেক্ষিতে দিল্লির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব মেহতা এ বিষয়ে ন্যাশনাল হেরাল্ড-এর মামলাকারী সুব্রহ্ম্যণম স্বামীর জবাব চেয়েছেন মঙ্গলবার। বুধবার আবার এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় অভিযুক্ত রাহুলকে ২০১৫০-র ১৯ ডিসেম্বর জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট।