Narendra Modi

‘মোদীই আমাদের দ্য বস্’! অনাবাসী ভারতীয়দের সভায় বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জাপান এবং পাপুয়া নিউগিনি ঘুরে ত্রিদেশীয় সফরের শেষ পর্বে সোমবার অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার সে দেশে বসবাসকারী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
সিডনি শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ২০:৫৩
‘The Boss’! Australian PM Anthony Albanese compare PM Narendra Modi with Bruce Springsteen

সিডনিতে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ়। ছবি: রয়টার্স।

কূটনীতির প্রোটোকল ভেঙে রবিবার তাঁর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। মঙ্গলবার অস্ট্রলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ় বললেন, ‘‘মোদীই আমাদের দ্য বস্।’’

সিডনিতে অনাবাসী ভারতীয়দের সভায় মঙ্গলবার হাজির ছিলেন মোদী এবং অ্যালবানিজ়। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জনপ্রিয় সঙ্গীত তারকা ব্রুস স্প্রিংস্টিনের তুলনা করেন তিনি। রক সঙ্গীতের মহানায়ক তাঁর অনুরাগীদের কাছে বিশ্ব জুড়ে ‘দ্য বস্‌’ নামে পরিচিত।

Advertisement

জাপান এবং পাপুয়া নিউগিনি ঘুরে ত্রিদেশীয় সফরের শেষ পর্বে সোমবার অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার সে দেশে বসবাসকারী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে আমন্ত্রিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ়ও। ভারতে বিনিয়োগের বার্তা নিয়ে সিডনিতে অস্ট্রেলীয় শিল্পপতিদের এক সভাতেও যোগ দেন মোদী।

প্রসঙ্গত, বিদেশ সফরের প্রথমে বৃহস্পতিবার রাতে জাপানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি যোগ দেন জি৭ শীর্ষ সম্মেলনে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অস্ট্রেলিয়া সফর বাতিল করায় সেখানেই হয় কোয়াড সম্মেলন। এর পর প্রধানমন্ত্রী গিয়েছিলেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে। সেখান থেকেই অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছেন মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement