Rahul Gandhi Met Kalpana Soren

রাঁচী পৌঁছেই গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্তের স্ত্রী কল্পনার সঙ্গে দেখা করলেন রাহুল

জমি জালিয়াতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হেমন্তের নাম জড়িয়েছে। ৬০০ কোটি টাকার ‘দুর্নীতি’র অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫৪
An Image Of Rahul Gandhi and Kalpana Soren

রাহুল গান্ধীর সঙ্গে হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। ছবি: জয়রাম রমেশের এক্স হ্যান্ডেল থেকে।

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় ঝাড়খণ্ডে গিয়ে ইডির হাতে গ্রেফতার সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনার সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার রাঁচীতে হেমন্তের বাড়িতে ওই সাক্ষাৎ হয় বলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন। কল্পনার সঙ্গে সাক্ষাতের পরে রাঁচীতে পূর্বনির্ধারিত জনসভা করেন রাহুল।

Advertisement

জমি জালিয়াতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হেমন্তের নাম জড়িয়েছে। ৬০০ কোটি টাকার ‘দুর্নীতি’র অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই তদন্তের সূত্রে গত ৩১ জানুয়ারি দুপুরে জেএমএম নেতা হেমন্তের রাঁচীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। প্রায় সাত ঘণ্টা তল্লাশির পরে তাঁকে গ্রেফতার করা হয়। ৩০ জানুয়ারি তল্লাশি অভিযান চলেছিল তাঁর দিল্লির বাড়িতেও। ৩১ জানুয়ারি রাতে গ্রেফতারির আগে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত। ঝাড়খণ্ডের শাসকদল জেএমএম জানায়, বিধানসভায় হেমন্তের বদলে তাঁরা দলনেতা হিসাবে নির্বাচিত করছেন রাজ্যের সদ্য প্রাক্তন পরিবহণমন্ত্রী চম্পই সোরেনকে।

২ ফেব্রুয়ারি দুপুরে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন চম্পই। ঘটনাচক্রে, সোমবারই ঝাড়খণ্ডের বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। তাঁর পক্ষে ৪৭টি ভোট পড়েছে। বিপক্ষে পড়েছে ২৯টি ভোট। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসনের সংখ্যা ৮১। বর্তমানে রয়েছেন ৮০ জন বিধায়ক। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ৪১। জেএমএম ছাড়াও, কংগ্রেস, আরজেডি এবং সিপিআইএমএল (লিবারেশন) বিধায়করা চম্পইকে সমর্থন করেন।

আরও পড়ুন
Advertisement