সরাসরি
Junior Doctors' Movement

স্বাস্থ্য ভবনে পৌঁছলেন জুনিয়র ডাক্তারেরা, কিছু ক্ষণের মধ্যেই শুরু হবে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক

বুধবার জুনিয়র ডাক্তারদের ইমেল করে বৈঠকে ডেকেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যসচিবের সেই ডাকে সাড়া দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা স্বাস্থ্য ভবনের উদ্দেশে রওনা দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন
কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ২১:৩৮
ধর্মতলা থেকে বাসে করে স্বাস্থ্য ভবনের উদ্দেশে রওনা দিলেন জুনিয়র ডাক্তারেরা।

ধর্মতলা থেকে বাসে করে স্বাস্থ্য ভবনের উদ্দেশে রওনা দিলেন জুনিয়র ডাক্তারেরা। ছবি: সংগৃহীত।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ২১:৪৯ key status

স্বাস্থ্য ভবনে পৌঁছলেন জুনিয়র ডাক্তারেরা

রাত সাড়ে ৯টা নাগাদ স্বাস্থ্য ভবনে পৌঁছলেন জুনিয়র চিকিৎসকেরা। সেখানেও তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তোলেন। 

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ২১:১০ key status

স্বাস্থ্য ভবনের উদ্দেশে জুনিয়র ডাক্তারেরা

মুখ্যসচিবের ডাকা বৈঠকে যোগ দিতে স্বাস্থ্য ভবনের উদ্দেশে রওনা দিলেন ২৫ জনের বেশি জুনিয়র ডাক্তার। বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বৈঠক শুরু করার কথা বলেছিলেন মুখ্যসচিব। কিন্তু জুনিয়র ডাক্তারেরা ধর্মতলা থেকে বাসে করে রওনা দিলেন রাত পৌনে ৯টা নাগাদ।  

Advertisement
timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ২০:৪৯ key status

২০ জন যাবেন স্বাস্থ্য ভবনে?

 ৮-১০ জন জুনিয়র ডাক্তারকে বৈঠকে আসার আহ্বান জানিয়েছিলেন মুখ্যসচিব পন্থ। কিন্তু আগের বারের মতো জুনিয়র ডাক্তারের নিজেদের মতো করেই প্রতিনিধি দল নিয়ে যাবেন বলে জানিয়েছেন। শোনা যাচ্ছে, অন্তত ২০ জন জুনিয়র ডাক্তার স্বাস্থ্য ভবনে মুখ্যসচিবের বৈঠকে যেতে পারেন। 

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৯:৫২ key status

অনশনমঞ্চে রাজ্যপাল

বুধবার রাতে অনশনমঞ্চে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। অনশনকারীদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনিও। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৯:৪৪ key status

অনশনমঞ্চে অপর্ণা-চৈতি

বুধবার সন্ধ্যায় অনশনমঞ্চে গেলেন অপর্ণা সেন এব চৈতি ঘোষাল। অনশনকারীদের সঙ্গে তাঁরা কথা বলেন। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে অপর্ণা বলেন, ‘‘আমি বাড়িতে বসে থাকতে পারলাম না। তাই চলে এসেছি। আপনারাও আসুন অনশন মঞ্চে। আন্দোলনকারীদের পাশে দাঁড়ান।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনশন মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন। বলেন, ‘‘মাননীয়া, আপনিও আসুন।’’ রাজ্য সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অপর্ণা।

timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৯:৪০ key status

বৈঠকে জুনিয়র ডাক্তারেরা

মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে কারা যাবে, তা স্থির করতে বৈঠকে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৯:৩৯ key status

বৈঠকের ডাক মুখ্যসচিবের

জুনিয়র ডাক্তারদের ইমেল করে বুধবার বৈঠকে ডাকলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সল্টলেকের স্বাস্থ্য ভবনে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে রাজ্যের টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। নেতৃত্ব দেবেন মুখ্যসচিব। সেখানে জুনিয়র ডাক্তারদের ৮ থেকে ১০ জনের প্রতিনিধি দল যেতে পারবেন বলে ইমেলে জানানো হয়েছে। মুখ্যসচিবের সেই ডাকে সাড়া দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন