Ram Mandir Inauguration

‘হিন্দু রীতি ভেঙে উদ্বোধন রামমন্দিরের! শঙ্করাচার্যেরা উদ্বোধনে নেই কেন?’ দিগ্বিজয়ের প্রশ্ন

বৃহস্পতিবার উত্তরাখণ্ডের জোশীমঠের জ্যোতির্মঠপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জানান, দেশের চার পীঠের চার শঙ্করাচার্যই ঠিক করেছেন ওই অনুষ্ঠানে না যাওয়ার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ১১:২৪

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আমন্ত্রণ পেয়েও অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে না-যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিজেপির নিশানা হয়েছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতানেত্রীরা। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ দলের এই সিদ্ধান্তের অভিনব ব্যাখ্যা দিয়েছেন।

Advertisement

দিগ্বিজয় বৃহস্পতিবার বলেন, ‘‘রামমন্দির নির্মাণের কাজ এখনও পুরো শেষ হয়নি। তার আগেই ভোটের দিকে নজর করে আগামী ২২ জানুয়ারি তা উদ্বোধন করা হচ্ছে। বিজেপি এবং সঙ্ঘ পরিবারের এই পদক্ষেপ হিন্দুদের ধর্মীয় রীতির বিরোধী। সে কারণেই শঙ্করাচার্যেরাও ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না।’’ এর পরেই সাংবাদিকদের উদ্দেশে তাঁর প্রশ্ন— ‘‘তা হলে আমরা কেন যাব? আমাদের কি যাওয়া উচিত হবে।’’

প্রসঙ্গত, চলতি মাসের গোড়াতেই ওড়িশায় পুরী গোবর্ধনপীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী জানিয়েছিলেন, তিনি অযোধ্যার অনুষ্ঠানে যাচ্ছেন না। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের জোশীমঠের জ্যোতির্মঠপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জানান, দেশের চার পীঠের চার শঙ্করাচার্যই ঠিক করেছেন ওই অনুষ্ঠানে না যাওয়ার। হরিদ্বারে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘২২ জানুয়ারি অযোধ্যায় সনাতন ধর্মের লঙ্ঘন হতে চলেছে। চার শঙ্করাচার্যের কেউই তাই সেখানে উপস্থিত থাকবেন না।’’

রামমন্দির উদ্বোধনের আগে হিন্দুধর্মের চার শীর্ষস্থানীয় সন্তের এই সিদ্ধান্ত বিজেপি তথা সঙ্ঘ পরিবারকে কিছুটা অস্বস্তিতে ফেলবে বলেই মনে করা হচ্ছে। যদিও রামমন্দির উদ্বোধন এড়িয়ে যাওয়া নিয়ে কংগ্রেসের অন্দরের ‘ভিন্নমত’ বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে। উত্তরাখণ্ডের কংগ্রেস সরকারের মন্ত্রী তথা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের ছেলে বিক্রমাদিত্য বলেছেন, ‘‘এক জন সনাতন ধর্মাবলম্বী হিসাবে রামমন্দির উদ্বোধনের ঐতিহাসিক অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে আমি গর্বিত। অবশ্যই ২২ তারিখে আমি অযোধ্যায় যাব।’’

আরও পড়ুন
Advertisement