Viral Video

জঞ্জাল তোলার জন্য জলে ঝাঁপ মারল কুকুর! চারপেয়ে ‘নায়কের’ কাণ্ড দেখে তাজ্জব নেটাগরিকেরা

পরিবেশের শুদ্ধতা রক্ষা করতে এগিয়ে এল একটি চতুষ্পদ। মানুষের ফেলা জঞ্জাল তুলতে সোজা জলে ঝাঁপ মারল সে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৬:১৫
Video of Dog jumping into waterbody to pick up litter and keeping them inside of a trashcan goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আমরা মানুষেরা পরিবেশের থেকে নিয়ে থাকি অনেক কিছু। পরিবর্তে ফিরিয়ে দিই নানা ক্ষতিকারক জিনিস। পরিবেশের শুদ্ধতা রক্ষা করতে এ বার এগিয়ে এল একটি চতুষ্পদ। মানুষের ফেলা জঞ্জাল তুলতে সোজা জলে ঝাঁপ মারে সে। মুখে করে জঞ্জাল তুলেও আনে। তার পর সেটি মুখে করে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গাতেই নিয়ে গিয়ে ফেলে সে। সম্প্রতি দায়িত্বশীল এক চতুষ্পদের এই রকমই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ইনস্টাগ্রামের পাতায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে জলাশয়ের ধারে দৌড়ে বেড়াচ্ছে একটি পথকুকুর। জলাশয়ের জলে ভেসে বেড়াচ্ছে মানুষের ফেলা নানা প্রকার জঞ্জাল। জলাশয়ের ধার ঘেঁষে দাঁড়িয়ে ভেসে বেড়ানো জঞ্জালের দিকে তাকিয়ে লক্ষ স্থির করে চতুষ্পদটি। তার পর লেজ নাড়াতে নাড়াতে জলে ঝাঁপিয়ে পড়ে সে। সাঁতার কেটে কিছুটা এগিয়ে গিয়ে দুই চোয়ালের মাঝে একটি সাদা রঙের জঞ্জাল কামড়ে ধরে। সেটি মুখে নিয়ে সাঁতার কেটে আবার জলাশয়ের ধারে উঠে আসে। জল থেকে উঠেই সবার আগে সে গায়ের জল ঝেড়ে নেয়। তার পর সিঁড়ি বেয়ে দৌড়ে দৌড়ে রাস্তায় উঠে আসে। মুখে করে সেই জঞ্জাল নিয়ে গিয়ে রাস্তার ধারে রাখা ময়লা ফেলার জায়গার ভিতরে ফেলে দেয়।

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষের ঢল পরিবেশ সচেতন কুকুরটির কাণ্ড অত্যন্ত আমোদের সঙ্গে দেখছিল। তাঁদেরই এক জন ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন। ময়লা ফেলে চতুষ্পদটি গলা অবধি জিভ বার করে, লেজ নাড়াতে নাড়াতে দাঁড়িয়ে থাকা মানুষদের কাছে চলে যায়। তাঁরা কুকুরটিকে আদরে ভরিয়ে দেয়। চারপেয়ের হাবভাব দেখে মনে হল, যেন সে নিজেও তার এই কাজের জন্য গর্ব বোধ করছে।

‘ডগোজ়লাইফ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেওয়া হয়েছে। ভাইরাল সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেটি। ভিডিয়ো দেখে বিভিন্ন মন্তব্যও করেছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন