Richa Chadha-Ali Fazal

‘হাল ছেড়ে দিতে ইচ্ছে করে’, স্বামী আলিকে পাশে নিয়ে কোন ইঙ্গিত দিলেন রিচা?

রিচা চড্ডা এবং আলি ফজ়লের পৃথক অনুরাগী বৃত্ত রয়েছে। সম্প্রতি এই জুটি প্রযোজনায় পা রেখেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৬:১৮
Bollywood actress Richa Chadha admits she feels like giving up every six months Ali Fazal emphasises

রিচা চড্ডা এবং আলি ফজ়ল। ছবি: সংগৃহীত।

রিচা চড্ডা এবং আলি ফজ়ল বলিউডের অন্যতম চর্চিত দম্পতি। হিন্দি ছবির পাশাপাশি বিদেশি ছবিতেও দেশের মুখ উজ্জ্বল করেছেন তাঁরা। বলা হয় সিনেমার প্রতি ভালবাসাই নাকি এক সময় রিচা এবং আলিকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে। তবে সম্প্রতি, জীবনের এক বিশেষ উপলব্ধির কথা প্রকাশ্যে এনেছেন রিচা। অভিনেত্রী জানিয়েছেন, মাঝে মাঝেই তাঁর হাল ছেড়ে দিতে ইচ্ছে করে। অভিনেত্রী যখন এই মন্তব্য করেছেন, তাঁর পাশের আসনে তখন বসে ছিলেন আলি।

Advertisement

রিচা জানান, ব্যস্ত কর্মজীবনে মাঝেমধ্যেই তাঁকে হতাশা গ্রাস করে। তিনি তখন নতুন করে আবার লড়াই শুরুর প্রস্তুতি নেন। রিচা বলেন, “একটানা ছ’মাস কাজ করলেই আমার হাল চেড়ে দিতে ইচ্ছে করে। তার পর আবার নতুন করে সব কিছু শুরু করতে ইচ্ছে করে।” অভিনেত্রীর এই প্রতিক্রিয়াকে সমর্থন করেছেন আলি। তিনি যোগ করেন, “কখনও কখনও মানুষকে নির্দয় হতে হয়।” আলিও মনে করেন, জীবনে কখনও কখনও এ রকম সময় আসে, যখন মানুষকে আবার নতুন করে শুরু করতে হয়।

২০০৯ সালে ‘থ্রি ইডিয়ট্‌স’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন আলি। অন্য দিকে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘ওয়ে লাকি লাকি ওয়ে’ ছবির মাধ্যমে বলিউড যাত্রা শুরু হয় রিচার। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে রিচা-আলি জুটি প্রযোজিত ছবি ‘গার্লস উইল বি গার্লস’। ছবিটি অল্প সময়ের মধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কানি কুশ্রুতি। চলতি বছরে কানি অভিনীত ছবি ‘অল উই ইম্যাজিন অ্যাজ় লাইট’ ছবিটি ‘গ্রাঁ প্রি’ পুরস্কার জিতেছে।

Advertisement
আরও পড়ুন