North India Weather

দিল্লিতে ৫, পঞ্জাবে ৭ ডিগ্রি সেলসিয়াস! তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত

রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৩ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও পারদ নেমেছে ৩ ডিগ্রিতেও। আগামী ২৪ ঘণ্টায় প্রবল শৈত্যপ্রবাহের পূর্বাভাস উত্তর ভারতের একাধিক এলাকায়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১১:১৯
শীত হাড় কাঁপাচ্ছে উত্তর ভারতে।

শীত হাড় কাঁপাচ্ছে উত্তর ভারতে। ফাইল ছবি।

বড়দিন পেরিয়ে গিয়েছে। বছরের শেষ লগ্নে পৌঁছেও চেনা শীতের দেখা নেই বাংলায়। তবে শীত হাড় কাঁপাচ্ছে উত্তর ভারতে। দিল্লিতে তাপমাত্রার পারদ ইতিমধ্যে নেমে গিয়েছে ৫ ডিগ্রিতে।

রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৩ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও পারদ নেমে যায় ৩ ডিগ্রিতেও। স্বাভাবিকের চেয়ে যা ৪.৯ ডিগ্রি কম। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী কয়েক দিন ঘন থেকে অত্যন্ত ঘন কুয়াশায় ঢাকবে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। এই রাজ্যগুলিতে বর্তমানে গড় তাপমাত্রা ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

শীতের দাপটে পটনায় স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, উত্তর ভারতে এই মুহূর্তে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই। বরং আগামী কয়েক দিনে পারদ আরও নামতে পারে। দিল্লি, চণ্ডীগড়, পঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামী ২৪ ঘণ্টায় প্রবল শৈত্যপ্রবাহ হতে পারে।

এ দিকে উত্তর ভারতে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও বাংলায় শীতের দেখা নেই বললেই চলে। গত কয়েক দিন ধরে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বড়দিনে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই উধাও হয়েছে শীত। সোমবারও কলকাতার তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি। তবে সপ্তাহের শেষে রাজ্যে শীত ফিরতে পারে বলে আশাবাদী আবহবিদরা।

Advertisement
আরও পড়ুন