Hyderabad

একসঙ্গে তিনটি পুরি খেতে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু খুদের, হায়দরাবাদের বেসরকারি স্কুলে চাঞ্চল্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম বীরেন জৈন (১১)। সেকেন্দ্রাবাদের বেগমপেট এলাকার অক্ষর বাগদেবী ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে। সোমবার দুপুরে স্কুলেই মৃত্যু হয়েছে তার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৬:০১
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

একসঙ্গে তিনটি পুরি খেতে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল খুদের। সোমবার দুপুরে হায়দরাবাদের একটি বেসরকারি স্কুলে ঘটনাটি ঘটেছে। ঘটনার পরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রের বাবা। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম বীরেন জৈন (১১)। সেকেন্দ্রাবাদের বেগমপেট এলাকার অক্ষর বাগ্‌‌দেবী ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে। বীরেনের সহপাঠীরা জানাচ্ছে, সোমবার দুপুরে স্কুলে টিফিনের সময় একসঙ্গে বেশ কয়েকটি পুরি খেতে গিয়ে খাবার গলায় আটকে যায় তার। খবর পেয়ে ছুটে আসেন শিক্ষকেরা। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই শ্বাসরোধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই খুদে।

স্কুল কর্তৃপক্ষের তরফে শিশুটির বাড়িতে খবর দেওয়া হলে থানায় অভিযোগ দায়ের করেছেন তার বাবা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠেছে নানা মহলে। অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। বেগমপেট পুলিশের ইন্সপেক্টর সিএইচ রামাইয়া জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্কুলে টিফিনের সময় একসঙ্গে তিনটি পুরি খেতে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে ওই খুদের। তাকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টাও করেছিলেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু লাভ হয়নি। তদন্তে নেমে এখনও পর্যন্ত অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। তবে এখনও ওই ঘটনায় তদন্ত চলছে।

Advertisement
আরও পড়ুন