Foreign Funding of NGOs

দেশবিরোধী, মৌলবাদী বা জঙ্গিযোগ পেলে স্বেচ্ছাসেবী সংস্থাকে বিদেশি অনুদান সংগ্রহে ছাড়পত্র নয়: কেন্দ্র

কোনও স্বেচ্ছাসেবী সংস্থাকে বিদেশ থেকে অর্থ সংগ্রহ করার জন্য কেন্দ্রের অনুমতি নিতে হয়। কোন কোন ক্ষেত্রে অনুমতি দেওয়া হয় না, সে কথা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ০৯:৫৪
স্বেচ্ছাসেবী সংস্থাগুলির বিদেশ থেকে অর্থ সংগ্রহের উপর নজর রাখছে কেন্দ্র।

স্বেচ্ছাসেবী সংস্থাগুলির বিদেশ থেকে অর্থ সংগ্রহের উপর নজর রাখছে কেন্দ্র। —প্রতীকী চিত্র।

কেন্দ্রের সবুজ সঙ্কেত ছাড়া স্বেচ্ছাসেবী সংস্থাগুলির (এনজিও) বিদেশ থেকে পুঁজি সংগ্রহ করতে পারে না। এর জন্য বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন, ২০১০-এর আওতায় ছাড়পত্রের প্রয়োজন হয়। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, কোনও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে দেশবিরোধী সংগঠনের যোগ পাওয়া গেলে, ওই সংস্থার বিদেশ থেকে অনুদান সংগ্রহের ছাড়পত্র বাতিল করে দেওয়া হবে। কোনও জঙ্গি গোষ্ঠী কিংবা মৌলবাদী সংগঠনের যোগ পাওয়া গেলেও একই নিয়ম কার্যকর হবে। যদি দেখা যায় কোনও স্বেচ্ছাসেবী সংস্থা বিদেশি অনুদানকে দেশের উন্নতিতে বাধা দেওয়ার কাজে কিংবা বিদ্বেষমূলক কোনও প্রতিবাদের জন্য ব্যবহার করছে, তা হলেও বিদেশ থেকে অর্থ সংগ্রহের অনুমতি বাতিল করে দেওয়া হবে।

Advertisement

সম্প্রতি একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনকে বিদেশ থেকে অর্থ সংগ্রহের অনুমতি দিতে অস্বীকার করেছে কেন্দ্র। কেন সেগুলিকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হল, কী কী কারণে বিদেশ থেকে অর্থ সংগ্রহের অনুমতি বাতিল হতে পারে। যদিও কোন কোন স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়ে কিছু জানানো হয়নি কেন্দ্রের তরফে।

গত ৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি কিছু সংগঠন অনুমতি না পাওয়ার কারণ জানতে চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। কী কারণে ছাড়পত্র পুনর্নবীকরণের আবেদন কিংবা রেজিস্ট্রেশন (নিবন্ধন)-এর আবেদন বাতিল হতে পারে সেগুলি একত্রিত আকারে তুলে ধরেছে কেন্দ্র। তবে কোন সংস্থার কী কারণে অনুমতি মেলেনি, সেটির কোনও ব্যাখ্যা নেই।

জঙ্গিযোগ বা দেশবিরোধী কার্যকলাপের যোগ ছাড়াও যদি কোনও স্বেচ্ছাসেবী সংস্থার পদাধিকারীর বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধের মামলা থাকে, তা হলেও অনুমতি বাতিল হতে পারে। আবার কোনও ক্ষেত্রে যদি দেখা যায় সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থা গত দু’-তিন বছরে বিশেষ কোনও কাজ করেনি, সে ক্ষেত্রেও বিদেশ থেকে অর্থ সংগ্রহের অনুমতি বাতিল হতে পারে।

Advertisement
আরও পড়ুন