(বাঁ দিকে) নরেন্দ্র মোদী। নির্মলা সীতারামন (ডান দিকে)। —ফাইল ছবি।
সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব শুরু হতে পারে আগামী ৩১ জানুয়ারি। চলতে পারে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি সূত্রের খবর, ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থ মন্ত্রকের একটি সূত্রে শনিবার এ কথা জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে এ বার। কারণ, গত বছর লোকসভা ভোট থাকায় ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করতে হয়েছিল অর্থমন্ত্রী নির্মলাকে। প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে অষ্টম বারের মতো বাজেট প্রস্তাব পেশ করতে চলেছেন নির্মলা।
আগামী বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা আয়কর আইন বদল সংক্রান্ত বিল সংসদে পেশ করতে পারেন। কেন্দ্রের দাবি, এর ফলে আয়কর ব্যবস্থা আরও সরল হবে। মূল্যবৃদ্ধির মাথায় রেখে বাজেটে আয়করের হার কমানো বা স্তরে বদলের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এ বারের বাজেটে মানুষের হাতে আরও বেশি টাকা তুলে দিয়ে বাজারে চাহিদা বাড়ানোর জন্য সেই পথে সরকার হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।