Nagpur Clash

বুলডোজ়ার নীতির বিরুদ্ধে এ বার সক্রিয় বম্বে হাই কোর্ট, নাগপুরে ঘরবাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ

নাগপুরে সাম্প্রতিক গোষ্ঠীহিংসার পরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের সরকার একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষের বাড়ি ও দোকান ভাঙা শুরু করেছিল বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৯:১৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে বুলডোজ়ার নীতি প্রয়োগ করতে গিয়ে ধাক্কা খেল মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। নাগপুরে সাম্প্রতিক গোষ্ঠীহিংসার পরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের সরকার একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষের বাড়ি ও দোকান ভাঙা শুরু করেছিল বলে অভিযোগ। কিন্তু বম্বে হাই কোর্ট সোমবার বুলডোজ়ার প্রয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে।

Advertisement

মোগল সম্রাট ঔরঙ্গজ়েবের সমাধি নিয়ে বিতর্ককে কেন্দ্র করে চলতি মাসের গোড়ায় নাগপুরে গোষ্ঠীহিংসা ছড়িয়েছিল। জারি হয়েছিল কার্ফু। এর পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ‘বেআইনি নির্মাণে’র যুক্তি দিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীর নাগরিকদের মহল্লায় বুলডোজ়ার চালানো হচ্ছিল বলে অভিযোগ। গত নভেম্বরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, কোনও ব্যক্তি অপরাধী হলেও তাঁর সম্পত্তিতে বুলডোজ়ার চালাতে পারে না পুলিশ-প্রশাসন।

নাগপুরের ক্ষেত্রে সেই নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ তুলে আবেদন জানানো হয়েছিল বম্বে হাই কোর্টে। সেই মামলার শুনানিতে সোমবার প্রশাসনকে তিরস্কার করে আদালত। সেই সঙ্গে অবিলম্বে বুলডোজ়ার চালানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। যদিও তার আগেই সোমবার সকালে প্রশাসন নাগপুরের যশোধরা নগর এলাকার সঞ্জয় বাগ কলোনিতে হিংসায় অভিযুক্ত দুই ব্যক্তির বাড়ির একাংশকে ‘বেআইনি নির্মাণ’ বলে চিহ্নিত করে বুলডোজ়ার চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ।

Advertisement
আরও পড়ুন