Hair Length

চুল ছোট রাখবেন না বড়? কেশের দৈর্ঘ্য নির্বাচনের আগে কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

চুল লম্বা করবেন, না মাঝারি বা ছোট হলেই ভাল হবে? দৈর্ঘ্য নির্বাচনের আগে কী কী বোঝা দরকার?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪১
চুল ছোট রাখবেন না লম্বা, সিদ্ধান্ত নেবেন কী ভাবে?

চুল ছোট রাখবেন না লম্বা, সিদ্ধান্ত নেবেন কী ভাবে? ছবি: ফ্রিপিক।

কেউ চান চুল হবে কাঁধ ছাপানো, কারও আবার শখ চুল কোমর ছুঁয়ে থাকবে। পছন্দ নানা রকম। চুলের ধরনও ভিন্ন। তবে শখ থাকলেই কি ইচ্ছামতো দৈর্ঘ্যের চুল রাখা সম্ভব? কাঁধ ছাপানো বা কোমর পর্যন্ত চুল রাখার আগে কোন বিষয়গুলি বুঝে নেওয়া জরুরি?

Advertisement

কেশসজ্জা শিল্পীরা মনে করেন, চুলের কোনও আদর্শ দৈর্ঘ্য হতে পারে না। তা নির্ভর করে ব্যক্তিগত পছন্দ, চুলের মান, কতটা যত্ন করা সম্ভব হচ্ছে তার উপর।

চুলের স্বাস্থ্য বোঝা দরকার

কোমর ছাপানো চুল মানেই যে তা স্বাস্থ্যোজ্জ্বল— এমনটা না-ও হতে পারে। অনেক সময় ছোট চুলও অনেক বেশি সুন্দর হয়। কেউ চাইছেন লম্বা চুল। কিন্তু যদি দেখা যায় ডগা ফেটে যাচ্ছে, চুল রুক্ষ হয়ে পড়ছে, এমনকি মুঠো মুঠো চুল উঠছে সে ক্ষেত্রে শখ থেকে পিছিয়ে আসাই ভাল। বরং চুল খানিক ছাঁটলে যদি তা স্বাস্থ্যোজ্জ্বল হয়, সমস্যা কমে— সেটা নিয়ে ভাবা প্রয়োজন। কেশসজ্জা শিল্পীরা বলছেন, অনেক সময় চুল খানিক ছোট করে নিলে স্বাস্থ্যের দিকটি যেমন বজায় থাকে তেমন দেখতেও ভাল লাগে।

ছোট, বড় না মাঝারি, কোন দৈর্ঘ্যের চুল আপনার জন্য উপযুক্ত ?

ছোট, বড় না মাঝারি, কোন দৈর্ঘ্যের চুল আপনার জন্য উপযুক্ত ? ছবি: আনন্দবাজার অনলাইন।

যত্ন-সময় নিয়েও ভাবা দরকার

লম্বা চুল: যত্নআত্তি করতে পারলে, চুল ঝরার সমস্যা না থাকলে তা লম্বা করার কথা ভাবাই চলে। তবে এই ধরনের চুলে ডগা ফাটা, রুক্ষ হয়ে পড়ার মতো সমস্যা বেশ স্বাভাবিক। ফলে ৮-১২ সপ্তাহ অন্তর চুল ছাঁটা, ডগা ফাটা চুল বাদ দেওয়া খুব জরুরি। একই সঙ্গে নিয়ম মেনে তেল মালিশ, শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করা জরুরি। মাঝেমধ্যে হেয়ার প্যাকের ব্যবহার বড় চুলে পুষ্টি জোগাতে সহায়ক হবে।

মাঝারি: কাঁধ ছাপানো বা কাঁধ পর্যন্ত চুল সাজগোজ, যত্ন দুইয়ের জন্যই ভাল। কোঁকড়া, ঢেউখেলানো, লম্বা — যে কোনও চুলের জন্যই এই দৈর্ঘ্য মানানসই হয়। সাধারণত ৮-১২ সপ্তাহ অন্তর ছাঁটলে চুল ভাল থাকবে।

ছোট চুল: চুলের গুণগত মান খারাপ হলেই যে চুল ছোট রাখতে হবে তা নয়। বরং এই ধরনের দৈর্ঘ্যেও নানা রকম কেশসজ্জা করা যায়। ছোট চুলের যত্ন নেওয়াও সহজ। রুক্ষ চুল, ডগা ফাটার সমস্যা থাকলে দৈর্ঘ্য কম থাকলেই ভাল।

কোঁকড়া চুল হলেই তা ছোট রাখতে হবে এমন নয়। চুলের মান, কতটা কোঁকড়া সেই অনুযায়ী দৈর্ঘ্য বেছে নেওয়া যেতে পারে। অনেক সময় কাঁধ পর্যন্ত বা তার চেয়ে বড় চুলও দেখতে ভাল লাগে।

চুলের যত্ন জরুরি

চুল লম্বা, ছোট যেমনই হোক না কেন, তা পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। পাশাপাশি পুষ্টিকর খাবার, পর্যাপ্ত জল খাওয়ার অভ্যাস চুল সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সাহায্য করবে।

Advertisement
আরও পড়ুন