Delhi

ফের বোমা রাখার হুমকি দিল্লির একের পর এক স্কুলে, পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে চলছে তল্লাশি

পুলিশ কুকুর নিয়ে এলাকায় পৌঁছেছেন বম্ব স্কোয়াডের কর্মীরা। ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা স্কুলে ওই হুমকি ইমেল পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৫:২২
তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ।

তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ। ছবি: পিটিআই।

ফের বোমা হামলার হুমকি দিল্লির স্কুলে। মঙ্গলবার সকালে রাজধানীর একের পর এক স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই নিয়ে গত ন’দিনে পঞ্চম বার দিল্লিতে এই ধরনের ঘটনা ঘটল!

Advertisement

দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রথমে উত্তর-পশ্চিম দিল্লির সরস্বতী বিহার এলাকার একটি স্কুলে ইমেল করে ওই হুমকি দেওয়া হয়। এর পর একের পর এক স্কুল কর্তৃপক্ষের কাছে একই ইমেল পৌঁছতে থাকে। বোমাতঙ্ক ছড়াতেই সব ক’টি স্কুলের কর্তৃপক্ষই পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেন। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। পুলিশ কুকুর নিয়ে পৌঁছন বম্ব স্কোয়াডের কর্মীরাও। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লির বেশ কয়েকটি স্কুলে বোমা রাখার হুমকি গিয়েছে। ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা স্কুলে ওই হুমকি ইমেল পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েক মাসে একাধিক বার এমন ঘটনা ঘটেছে। গত মাসে দিল্লির ৪০টি স্কুলে একই সঙ্গে বোমাতঙ্ক ছড়ায়। পুলিশ পুরোদমে ধরপাকড় শুরু করলেও এখনও হুমকিবার্তা আসা বন্ধ হয়নি। সোমবারও ডিপিএস আরকে পুরম-সহ রাজধানীর প্রায় ২০টি স্কুলে বোমা রাখার হুমকিবার্তা পাঠানো হয়েছিল। পরে জানা যায়, বার্তাটি ভুয়ো।

Advertisement
আরও পড়ুন