Delhi

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক! ‘প্রেমিক’কে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, উপড়ানো হল নখও

নিহত যুবকের নাম ঋত্বিক বর্মা (২১)। বাবা-মায়ের এক মাত্র ছেলে ঋত্বিক পেশায় টেম্পোচালক ছিলেন। কয়েক মাস আগে অভিযুক্তের স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৪:০১
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

দীর্ঘ দিন ধরেই সন্দেহ ছিল, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। শেষমেশ এক দিন নিজের বাড়িতে স্ত্রীর প্রেমিককে হাতেনাতে ধরে ফেলে পিটিয়ে খুন করলেন স্বামী! রাগে উপড়ে নিলেন নখও। সোমবার নয়াদিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম ঋত্বিক বর্মা (২১)। বাবা-মায়ের এক মাত্র ছেলে ঋত্বিক পেশায় টেম্পোচালক ছিলেন। কয়েক মাস আগে অভিযুক্তের স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। সোমবার শাস্ত্রী পার্কে অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন ঋত্বিক। কিন্তু হঠাৎ বাড়ি ফিরে আসেন প্রেমিকার স্বামী! হাতেনাতে ধরা পড়ে যান যুগল। এর পরেই ঋত্বিককে মারধর করতে শুরু করেন অভিযুক্ত। চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঋত্বিককে উদ্ধার করে পুলিশ। তত ক্ষণে তাঁর নখ উপড়ে নেওয়া হয়েছে, কথা বলার মতো অবস্থাতেও ছিলেন না ওই যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিযে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় গুরু তেগ বাহাদুর হাসপাতালে। সোমবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর।

নিহত যুবকের মামা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এক বা একাধিক অভিযুক্ত মিলে ঋত্বিককে বেধড়ক মারধর করে। শরীরের প্রতিটি অংশে আঘাতের চিহ্ন ছিল। কপালে ভোঁতা কোনও অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নখ পর্যন্ত উপড়ে নেওয়া হয়েছে। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। প্রতিহিংসা ছাড়াও খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন