Woman Murdered in UP

ট্রলিব্যাগে দলা পাকানো তরুণীর দেহ! গায়ে আঘাতের চিহ্ন, দিল্লি-লখনউ হাইওয়ের পাশ থেকে উদ্ধার

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তরুণীর দেহ দেখে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এক দিন আগে খুন করা হয়েছে। তার পর দেহটি ট্রলিব্যাগে ভরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৭:৪৭
উত্তরপ্রদেশে হাইওয়ের পাশে এই ট্রলিব্যাগ থেকে দেহ উদ্ধার হয়েছে। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশে হাইওয়ের পাশে এই ট্রলিব্যাগ থেকে দেহ উদ্ধার হয়েছে। ছবি: সংগৃহীত।

হাইওয়ের পাশে সন্দেহজনক ভাবে পড়ে থাকা ট্রলিব্যাগ খুলতেই চমকে উঠেছিলেন পুলিশকর্মীরা। ভিতরে দলা পাকানো এক তরুণীর দেহ। বয়স আনুমানিক ২৫। সারা গায়ে আঘাতের চিহ্ন স্পষ্ট। শনিবার সকালে উত্তরপ্রদেশের হাপুরের কাছে দিল্লি-লখনউ হাইওয়ের পাশে এমনই একটি ট্রলিব্যাগ থেকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হাইওয়ের পাশে একটি ট্রলিব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। ব্যাগের ভিতরে বোমা থাকতে পারে এই সন্দেহে কয়েক জন পুলিশকে খবর দেন। খবর পেয়েই তড়িঘড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। ট্রলিব্যাগটি খুলতেই এক তরুণীর দেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তরুণীর দেহ দেখে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এক দিন আগে খুন করা হয়েছে। তার পর দেহটি ট্রলিব্যাগে ভরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তরুণী আশপাশের এলাকার কি না, তা-ও জানার চেষ্টা চালানো হচ্ছে। এ ছাড়াও সম্প্রতি আশপাশের থানাগুলিতে কোনও নিখোঁজ ডায়েরি হয়েছে কি না, তা-ও দেখা হচ্ছে বলে তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন