Mumbai

২৪ ঘণ্টা ধরে নিখোঁজ, শেষমেশ নর্দমা থেকে মিলল ১৮ মাসের শিশুকন্যার দেহ, মুম্বইয়ে শুরু তদন্ত

শুক্রবার বিকেল থেকে খোঁজ মিলছিল না ওই শিশুকন্যার। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে স্থানীয় থানায় খবর দেয় শিশুটির পরিবার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ২১:১৩

— প্রতিনিধিত্বমূলক ছবি।

শুক্রবার থেকেই নিখোঁজ ছিল ১৮ মাসের শিশুকন্যা। শেষমেশ বাড়ির কাছে নর্দমা থেকে উদ্ধার হল দেহ। শনিবার মুম্বইয়ের শিবাজি নগরে ঘটনাটি ঘটেছে।

Advertisement

মৃত শিশুর পরিবার শিবাজি নগরেরই বাসিন্দা। শুক্রবার বিকেল থেকে খোঁজ মিলছিল না ওই শিশুকন্যার। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে স্থানীয় থানায় খবর দেয় শিশুটির পরিবার। শেষমেশ শনিবার বিকেলে বাড়ির কাছেই এক নর্দমা থেকে তার দেহ পাওয়া গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে কী ভাবে শিশুটির মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। শিশুটিকে খুন করা হয়েছে, না কি খেলতে খেলতে কোনও ভাবে নিজেই সে নর্দমায় পড়ে গিয়েছিল, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Advertisement
আরও পড়ুন