CCTV Camera

সিসি ক্যামেরা খারাপ, পুলিশি তদন্তে হচ্ছে সমস্যা

পাঁশকুড়া থানার পুলিশ জানাচ্ছে, গত মাসেই পুরসভা এলাকায় তিনটি চুরির ঘটনা ঘটেছে। পাঁশকুড়ার ১ নম্বর ওয়ার্ড দু’টি বাড়িতে পরপর চুরি হয়। কিন্তু ওই সব এলাকার সিসি টিভি ক্যামেরা খারাপ থাকার কারণে চুরির কিনারা করতে বেগ পেতে হয়েছে পুলিশকে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ০৭:৪২
কলেজ রোডে অকেজো ক্যামেরা।

কলেজ রোডে অকেজো ক্যামেরা। —নিজস্ব চিত্র।

জেলার শহরগুলির মধ্যে অপেক্ষাকৃত নয়া পুরসভা পাঁশকুড়া। পুরবাসীর নিরাপত্তা স্বার্থে চার বছর আগে পুরসভার উদ্যোগে লাগানো হয়েছিল একাধিক সিসি টিভি ক্যামেরা। সেই সব ক্যামেরার অধিকাংশই খারাপ হয়ে পড়ে রয়েছে। অভিযোগ, সিসি ক্যামেরা খারাপ থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। পুলিশের দাবি, বিভিন্ন অপরাধের তদন্তে কিনারা করতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পুরসভার তরফে লাগানো ওই বেহাল ক্যামেরাগুলি দ্রুত সারানোর দাবি করছে তারা।

Advertisement

পুরসভা সূত্রের খবর, ২০২১ সালে পাঁশকুড়া শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি— বাস স্ট্যান্ড, দুর্ঘটনাপ্রবণ এলাকা, কলেজ, ব্যাঙ্ক ও বাজারগুলিতে ৬৬টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। পরে জেলা পুলিশের সহযোগিতায় পাঁশকুড়া থানার পক্ষ থেকেও আরও ৩৬টি ক্যামেরা লাগানো হয়। পুরসভা এলাকায় ওই ১০২টি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাত পুলিশ। ২০২২ সাল থেকে পুরসভার তরফে লাগানো ৩২টি সিসিটিভি বর্তমানে খারাপ অবস্থা পড়ে রয়েছে। যে কারণে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে সমস্যায় হতে হচ্ছে পুলিশকে।

পাঁশকুড়া থানার পুলিশ জানাচ্ছে, গত মাসেই পুরসভা এলাকায় তিনটি চুরির ঘটনা ঘটেছে। পাঁশকুড়ার ১ নম্বর ওয়ার্ড দু’টি বাড়িতে পরপর চুরি হয়। কিন্তু ওই সব এলাকার সিসি টিভি ক্যামেরা খারাপ থাকার কারণে চুরির কিনারা করতে বেগ পেতে হয়েছে পুলিশকে। আবার, পাঁশকুড়ার নারান্দা এলাকায় জাতীয় সড়কের ধারে বাইপাসে একটি বড় মোবাইলের দোকান চুরি হয়। সেখানেও সিসিটিভি খারাপ থাকায় চিনতে পারা যায়নি দুষ্কৃতীদের। দীর্ঘদিন কেটে গেলেও চুরির ঘটনা সুরাহা না হওয়ায় এক প্রকার আশা ছেড়েই দিয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বুলবুল দত্ত। গত বছর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরেরা গয়না এবং নগদ টাকা চুরি করেছিল বলে অভিযোগ। বুলবুল বলেন, ‘‘ভিডিয়ো ফুটেজ থাকলে দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করা যেত। নিরাপত্তার স্বার্থে শহরকে আরও বেশি সংখ্যক সিসি টিভি ক্যামেরার আওতায় আনা উচিত।’’

নাগরিক নিরাপত্তার স্বার্থে খারাপ হয়ে যাওয়া ৩২টি ক্যামেরা ফের সারিয়ে দেওয়ার জন্য পুরসভার কাছে আর্জি জানাচ্ছে পুলিশ প্রশাসন। তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজল আবরার বলেন, ‘‘পুরসভার উদ্যোগী হয়ে অকেজ সিসি টিভি ক্যামেরাগুলি সারিয়ে দিলে খুব ভাল হয়।’’ এ ব্যাপারে পাঁশকুড়া পুরসভার চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র বলেন, ‘‘আগে প্রায় ৬০ লক্ষ টাকায় জনগণের স্বার্থে আমরা সিসি টিভি ক্যামেরাগুলি লাগিয়ে দিয়েছিলাম। পুলিশের পক্ষ থেকে আমার কাছে আবেদন করা হলেই ফের সেগুলি দ্রুত সারিয়ে দেওয়া হবে।’’

Advertisement
আরও পড়ুন