BJP

চাবুক দিয়ে নিজেকে পর পর আঘাত, তার পরই ৪৮ দিনের অনশন শুরু করলেন বিজেপি নেতা!

তামিলনাড়ু রাজ্য বিজেপি সরকারের বিরুদ্ধে এক কর্মসূচির ঘোষণা করেছে। নিজেকে চাবুক দিয়ে আঘাত করে সেই কর্মসূচির সূচনা করেন ওই বিজেপি নেতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৮
তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই।

তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

পরনে সবুজ রঙের লুঙ্গি (মুন্ডু)। খালি গা। হাতে একটা চাবুক। সেই চাবুক দিয়ে নিজের গায়ে পর পর আঘাত করছেন তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই! এমনই ভিডিয়ো শুক্রবার সকাল থেকে সমাজমাধ্যমে ছড়িয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অন্নামালাই পর পর ছ’বার নিজের শরীরে চাবুক দিয়ে আঘাত করছেন। সপ্তম বার নিজেকে আঘাত করার জন্য চাবুক তুলতেই এক সমর্থক এসে তা ধরে ফেলেন। পরে নিরস্ত করেন! প্রত্যেক বার চাবুক দিয়ে আঘাত করার সময় স্লোগান উচ্চারণ করতেও দেখা যায় আন্নামালাইকে।

Advertisement

কেন এমন কাণ্ড ঘটালেন আন্নামালাই? জানা গিয়েছে, তামিলনাড়ুর ক্ষমতাধীন ডিএমকে সরকারের বিরুদ্ধে এক বড় কর্মসূচির ঘোষণা করেছেন তিনি। কর্মসূচির মূল লক্ষ্যই হল ২০২৬ সালে ডিএমকে-কে হারানো। সেই কর্মসূচির অংশ হিসাবে অন্নামালাই আগামী ৪৮ দিন অনশন করবেন। সঙ্গে হাঁটবেন খালি পায়েও। সেই কর্মসূচির সূচনা হিসাবেই নিজেকে চাবুক দিয়ে আঘাত করলেন আন্নামালাই।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অন্নামালাই বলেন, ‘‘যাঁরা আমাদের তামিল সংস্কৃতি বোঝেন, তাঁরা বুঝতে পারবেন নিজেকে চাবুক মারার কারণ। এটা আমাদের সংস্কৃতির অংশ।’’ তার পরই তিনি জানান, তাঁর এই প্রতিবাদ কোনও ব্যক্তিবিশেষ বা জিনিসের বিরুদ্ধে নয়। সারা রাজ্যে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধেই প্রতিবাদ।

চলতি সপ্তাহে চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে থেকে এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। মারধর করা হল তাঁর পুরুষ বন্ধুকেও। ওই ছাত্রীকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনার পরেই প্রতিবাদে নামে বিজেপি। সেই ঘটনার পরই তামিলনাড়ুর রাজ্য বিজেপি নতুন কর্মসূচির ঘোষণা করে।

Advertisement
আরও পড়ুন