Bike Accident

মত্ত অবস্থায় বাইক চালিয়ে ডিভাইডারে ধাক্কা, পেট্রল ট্যাঙ্ক বিস্ফোরণে ঝলসে মৃত্যু দুই ইঞ্জিনিয়ারের

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের মাধাপুর জেলায়। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, বাইকচালক মত্ত অবস্থায় থাকার কারণেই এই দুর্ঘটনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১১:৪৫
(বাঁ দিকে) দুর্ঘটনার পর আগুন ধরে গিয়েছে বাইকে। রাস্তায় পড়ে এক যুবকের দেহ। (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) দুর্ঘটনার পর আগুন ধরে গিয়েছে বাইকে। রাস্তায় পড়ে এক যুবকের দেহ। (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

মত্ত অবস্থায় বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন দুই যুবক। আর সেই ধাক্কায় বাইকের পেট্রল ট্যাঙ্ক বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। ঝলসে মৃত্যু হয় দু’জনেরই।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের মাধাপুর জেলায়। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, বাইকচালক মত্ত অবস্থায় থাকার কারণেই এই দুর্ঘটনা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাস্তা ফাঁকা ছিল। দ্রুতগতিতে একটি বাইক আসছিল। সেটিতে দুই যুবক ছিলেন। হঠাৎই জোরালো একটি শব্দ হয়। তার পরই বিস্ফোরণ। দুই বাইকআরোহী অগ্নিদগ্ধ হন। স্থানীয়েরা দু’জনকে উদ্ধার করলেও বাঁচানো যায়নি।

পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন রঘুবাবু এবং একাংশ। তাঁরা দু’জনেই সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। বোরাবান্দা জেলার বাসিন্দা। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছিলেন। মত্ত অবস্থায় ছিলেন বাইক আরোহীরা। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ওই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর দু’জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন