Kerala

১৬ বছরের ছাত্রকে যৌন হেনস্থা ১৯-র প্রেমিকার! বিভিন্ন হোটেলে থাকার ২৪ দিন পর উদ্ধার, ধৃত তরুণী

পুলিশি তদন্তে উঠে এসেছে, ধৃত শ্রীকুট্টির সঙ্গে আগে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। যুগল একত্রবাসও করতেন। তবে মাস কয়েক আগে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। এর পর আত্মীয় কিশোরের সঙ্গে সম্পর্ক হয় তরুণীর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:২০
Physically abused

পুলিশকে কিশোর জানিয়েছে, ১৯ বছরের তরুণী তাকে বেশ কয়েক বার যৌন হেনস্থা করেছে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

১৬ বছরের কিশোরকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে নানা জায়গায় ঘুরেছেন। তাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন ১৯ বছরের এক তরুণী। ধৃত তরুণী নাবালকের দূর সম্পর্কের এক আত্মীয়া। শুক্রবার অভিযুক্তকে আদালতে হাজির করিয়েছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, কেরলের কোল্লাম জেলার বাসিন্দা ১৯ বছরের শ্রীকুট্টির সঙ্গে বালিকুন্নমের এক নাবালকের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের সম্পর্কের কথা জানাজানি হওয়ায় দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। তার পরেই ওই কিশোরকে বাড়ি থেকে নিয়ে পালান শ্রীকুট্টি। গত ১ ডিসেম্বর কিশোরের পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে। ছাত্রের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে পতনমতিট্টা এলাকায় কিশোরটির খোঁজ পায় পুলিশ। তার সঙ্গে পাওয়া যায় তরুণীকেও। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই নাবালক জানিয়েছে, তাকে বেশ কয়েক বার যৌন নির্যাতন করেছেন ‘প্রেমিকা’। এর পর গ্রেফতার করা হয় তরুণীকে।

পুলিশি তদন্তে উঠে এসেছে, ধৃত শ্রীকুট্টির সঙ্গে আগে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। যুগল একত্রবাসও করতেন। তবে মাস কয়েক আগে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। এর পর আত্মীয় কিশোরের সঙ্গে সম্পর্ক হয় তরুণীর। নাবালকের পরিবার এক বার দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখার পর বকাঝকা করেন তাঁদের। কিন্তু বেশ কিছু দিন পরে আবার তাঁরা মেলেমেশা শুরু করেন। গত ১ ডিসেম্বর কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পালিয়ে যান তরুণী। কেরলের নানা জায়গায় ঘুরেছেন তাঁরা। বিভিন্ন হোটেলে উঠেছেন। অর্থাভাব শুরু হতে কাজেরও সন্ধান করেন তরুণী। কিন্তু কোথাও কাজ পাননি।

২৫ ডিসেম্বর ওই কিশোর এবং তরুণীর সন্ধান পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে কিশোর জানিয়েছে, তাকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেছেন ‘প্রেমিকা’। এক বার সে পালিয়ে বাড়ি ফিরতে চেয়েছিল। কিন্তু পারেনি। শুক্রবার বালিকুন্নমের পুলিশ ধৃত তরুণীকে নিম্ন আদালতে হাজির করায়। তাঁর বিরুদ্ধে নাবালককে ফুঁসলিয়ে বাড়ি থেকে নিয়ে পালানো, যৌন নিপীড়ন-সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে।

Advertisement
আরও পড়ুন