Ramesh Bidhuri

লোকসভায় মুসলিম বিদ্বেষী মন্তব্যে অভিযুক্ত সাংসদ রাজস্থান ভোটে বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্বে

গত ২১ সেপ্টেম্বর লোকসভায় বিএসপি সাংসদ দানিশ আলির ধর্মীয় পরিচয় নিয়ে কটূক্তি করার অভিযোগ রয়েছে দক্ষিণ দিল্লির সেই অভিযুক্ত সাংসদ রমেশ বিধুরির বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৮
বিজেপি সাংসদ রমেশ বিধুরি।

বিজেপি সাংসদ রমেশ বিধুরি। — ফাইল চিত্র।

লোকসভায় বিএসপি সাংসদ দানিশ আলির ধর্মীয় পরিচয় নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দক্ষিণ দিল্লির সেই অভিযুক্ত সাংসদ রমেশ বিধুরিকে এ বার রাজস্থানের আসন্ন বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল বিজেপি।

Advertisement

মরুরাজ্যের টঙ্ক বিধানসভা আসনে দলের পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন রমেশ। ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক হলেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা প্রভাবশালী কংগ্রেস নেতা সচিন পাইলট। আসন্ন বিধানসভা ভোটেও সচিন ওই কেন্দ্র থেকেই আবার কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জল্পনা রয়েছে।

গত ২১ সেপ্টেম্বর লোকসভার বিশেষ অধিবেশনে চন্দ্রযান-৩ নিয়ে আলোচনার সময় দানিশ কিছু প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের ভূমিকা নিয়ে। জবাবে রমেশ মুসলিম বিদ্বেষী মন্তব্য করেন বলে অভিযোগ। স্পিকারের নির্দেশে বিজেপি সাংসদের সেই মন্তব্য সভায় কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়। বিরোধীদের অভিযোগ, অতীতে সমাজবাদী পার্টির সাংসদ এসটি হাসান এবং ডিএমকে সাংসদ কানিমোঝির বিরুদ্ধে সংসদের অন্দরে অপশব্দ প্রয়োগ করেছেন রমেশ।

ঘটনার দিন রমেশের অপশব্দ প্রয়োগের জন্য ক্ষমা চেয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। কিন্তু পরে দলগত ভাবে বিজেপির তরফে দক্ষিণ দিল্লির বিতর্কিত সাংসদকে আড়াল করার চেষ্টা শুরু হয়। সাফাই দেওয়া হয়, প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে দানিশের টিপ্পনী শুনেই রমেশ লোকসভায় সংখ্যালঘুদের সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন। বিজেপি সাংসদ নিশিকান্ত পাল্টা চাপের কৌশল নিয়ে স্পিকারকে চিঠি লিখে মোদী-অবমাননার অভিযোগে দানিশের বিরুদ্ধে তদন্তের দাবি তোলেন। এ বার দলের অন্দরে রমেশের গুরুত্ব বাড়িয়ে তাঁর অসংসদীয় আচরণকেই বিজেপি বৈধতা দিল বলে বিরোধীদের অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement