—প্রতীকী ছবি।
বড়দিনে সান্তা ক্লজ়ের কাছ থেকে উপহার পাওয়ার আশায় ঘরের মধ্যে মোজা ঝুলিয়ে রেখেছিলেন তরুণী। সকাল হতে না হতেই মোজা খুলে দেখেন, সেখানে একটি কাগজ রয়েছে। যেমন তেমন কাগজ নয়, তা ছিল লটারির টিকিট। বড়দিন উপলক্ষে সান্তার কাছ থেকে লটারির টিকিট উপহার পেয়েছেন তিনি। কিন্তু তরুণীর আনন্দ কোনও বাধ সাজল না যখন ওই টিকিট দিয়েই কোটি টাকা জিতে ফেললেন তিনি। একসঙ্গে এত টাকা জিতেছেন বলে সান্তাকেও ধন্যবাদ জানান তিনি।
ঘটনাটি আমেরিকার এক শহরের। তরুণীর নাম টেলর কাফ্রে। ২৫ বছরের তরুণী প্রতি বছর বড়দিনে উপহার পাওয়ার আশায় ঘরের ভিতর মোজা ঝুলিয়ে রাখেন। এ বছরেও তার অন্যথা হয়নি। নিয়ম করেই ঘরের ভিতর মোজা টাঙিয়েছিলেন তিনি। সকালে উঠে টেলর দেখেন, মোজায় রাখা লটারির টিকিট। সেই টিকিট থেকেই দেড় লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ২৮ লক্ষ ৬৪ হাজার ৯৭৯ টাকা)।
SANTA DELIVERED!
— Iowa Lottery (@ialottery) December 27, 2024
Taylor Caffrey of Grimes had a Money Gift scratch ticket in her Christmas stocking this year, and won a $150,000 prize! Santa (okay, it was really her mom) bought the winning ticket at Hy-Vee Fast & Fresh, 9150 SE University Ave. in West Des Moines. pic.twitter.com/W6PFNwIT1j
লটারিতে এত টাকা জিতে বড় খুশি টেলর। সান্তাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। টেলর জানেন যে, মোজার ভিতর লটারির টিকিট রেখেছেন তাঁর মা। প্রতি বছর মোজার ভিতর টেলরকে বড়দিনে উপহার দেন টেলরের মা। তাই তাঁর মাকেই লটারির টিকিট দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন টেলর।