Taj Mahal

Taj Mahal: ‘তাজমহলের জমি আমাদেরই ছিল’, দাবি গায়ত্রী দেবীর নাতনি বিজেপি সাংসদ দিয়ার

জয়পুরের প্রয়াত মহারানি গায়ত্রী দেবীর নাতনি দিয়া বুধবার বলেন, ‘‘জয়পুর রাজ পরিবারের কাছে তাজমহলের ওই জমির নথিও রয়েছে।’’

Advertisement
সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ১১ মে ২০২২ ২১:৪৯
তাজমহলের জমির ‘মালিকানা’ দাবি দিয়া কুমারীর।

তাজমহলের জমির ‘মালিকানা’ দাবি দিয়া কুমারীর। গ্রাফিক: সনৎ সিংহ।

জয়পুরের মহারাজা জয় সিংহের জমিতেই মুঘল সম্রাট শাহজহান তাজমহল বানিয়েছিলেন বলে দাবি করলেন রাজস্থানের বিজেপি সাংসদ দিয়া কুমারী। জয়পুরের প্রয়াত মহারানি গায়ত্রী দেবীর নাতনি দিয়া বুধবার বলেন, ‘‘জয়পুর রাজ পরিবারের কাছে তাজমহলের ওই জমির নথিও রয়েছে।’’ তাজমহল গড়ার জন্য জমি নেওয়ার বিনিময়ে জয়পুরের রাজা জয় সিংহকে সম্রাট শাহজহান ক্ষতিপুরণ দিয়েছিলেন বলেও জানিয়েছেন রাজকুমারী দিয়া।

উত্তরপ্রদেশের অযোধ্যা জেলা বিজেপির ‘মিডিয়া ইনচার্জ’ রজনীশ সিংহ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর তত্ত্বাবধানে তাজমহলের ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবি জানিয়ে ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে যে আবেদন জানিয়েছেন, তা-ও সমর্থন করেছেন দিয়া। তিনি বলেন, ‘‘ওই সৌধ (তাজমহল) নির্মাণের আগে সেখানে কী ছিল তা তদন্ত করা উচিত। জনগণের তা জানার অধিকার রয়েছে। জয়পুর পরিবারের কাছে জমির নথি রয়েছে এবং প্রয়োজন হলে সেটি আদালতকে দেওয়া হবে।’’

Advertisement

প্রসঙ্গত, হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের দাবি, ‘তেজো মহালয়’ নামে একটি শিব মন্দিরের উপরে তাজমহল গড়া হয়েছে। কয়েক বছর আগে সেই সূত্রে তাজমহলের জমিতে জয়পুর রাজ পরিবারের ‘অধিকার সংক্রান্ত তথ্য’ও সামনে এসেছিল। রাজস্থানের উদয়পুরের রানারা মুঘলদের বিরুদ্ধে লড়াই চালালেও জয়পুরের রাজ পরিবার বরাবরই ছিল মুঘল ঘনিষ্ঠ। রাজা মানসিংহ ছিলেন সম্রাট আকবরের অন্যতম সেনাপতি। সেই সূত্রেই যমুনার তীরের ওই জমি মান সিংহের হাতে এসেছিল বলে জয়পুর রাজ পরিবারের দাবি। উত্তরাধিকার সূত্রে সেই জমি নাকি পেয়েছিলেন রাজা জয়সিংহ। তিনিও মুঘল দরবারে উচ্চপদে ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement