India vs England

ইডেনে হেরে দলের ফিল্ডিং নিয়ে চিন্তিত আর্চার, ক্যাচ ধরলে, ম্যাচ জেতা সম্ভব ছিল, মত ইংরেজ পেসারের

ইডেনে ইংল্যান্ড ১৩২ রানে শেষ হয়ে গিয়েছিল। ভারত হাতে ৭ উইকেট নিয়ে সেই রান ১২.৫ ওভারে তুলে নেয়। কিন্তু আর্চারের মতে ইংল্যান্ডের দুর্ভাগ্য যে ম্যাচটা জিততে পারেনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১২:২৮
jofra archer

জফ্রা আর্চার। —ফাইল চিত্র।

ইডেনে ইংল্যান্ডের হারের নেপথ্যে দলের ফিল্ডিংকে দায়ী করলেন জফ্রা আর্চার। ইংরেজ পেসার ৪ ওভারে ২১ রান দিয়ে দু’টি উইকেট নেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। ইংল্যান্ড ১৩২ রানে শেষ হয়ে গিয়েছিল। ভারত হাতে ৭ উইকেট নিয়ে সেই রান ১২.৫ ওভারে তুলে নেয়। কিন্তু আর্চারের মতে ইংল্যান্ডের দুর্ভাগ্য যে ম্যাচটা জিততে পারেনি।

Advertisement

আর্চার ছাড়া ইংল্যান্ডের আর কোনও বোলার ভারতীয় ব্যাটারদের বিপদে ফেলতে পারেননি। পিচ থেকে সাহায্য পাচ্ছিলেন বলে জানিয়েছেন ইংল্যান্ডের পেসার। তিনি বলেন, “অন্য বোলারদের চেয়ে পিচ থেকে বেশি সাহায্য পেয়েছি আমি। বাকি বোলারেরা ভাল বল করেছে, তবে ভাগ্য ভাল ছিল ভারতীয় ব্যাটারদের। অনেক বলেই ক্যাচ উঠেছিল, কিন্তু আমরা ধরতে পারিনি। হাতে আসেনি বলগুলো। আশা করব পরের ম্যাচে এমন হবে না। সব ক্যাচ ধরতে পারলে ৪০ রানে ৬ উইকেট চলে যেত ভারতের।”

ইডেনে অভিষেক শর্মার ক্যাচ পড়ে। তিলক বর্মাও সুযোগ দিয়েছিলেন, তবে তা ধরা বেশ কঠিন ছিল। আর্চার এই হারকে বড় করে দেখতে নারাজ। তিনি বলেন, “ভারতে এমনটা হতেই থাকে। আইপিএলেও দেখেছি। আমাদের সামনের দিকে তাকাতে হবে। ব্যাটার, বোলারদের আরও পরিশ্রম করতে হবে। আমাদের দুর্ভাগ্য যে ম্যাচটা হেরে গিয়েছি। আমাদের চেষ্টা করতে হবে। এই ম্যাচে হয়নি, আগামী ম্যাচে হবে। চেষ্টাটা করে যেতে হবে।”

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের পরের ম্যাচ চেন্নাইয়ে। শনিবার খেলতে নামবে দুই দল। পাঁচ ম্যাচের সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারত।

Advertisement
আরও পড়ুন