Pune Murder Case

‘স্ত্রীর গলায় কাঁচি গেঁথে দিয়েছি’, খুনের পর অফিস গ্রুপে ভিডিয়ো পোস্ট করে স্বীকারোক্তি যুবকের!

পুণের যুবক স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে করতে তাঁর গলায় কাঁচি গেঁথে দেন। হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১২:৩২
পুণেতে স্ত্রীকে কাঁচি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

পুণেতে স্ত্রীকে কাঁচি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে করতে রাগের মাথায় তাঁর গলায় কাঁচি গেঁথে দিলেন স্বামী! রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এই খুনের পর অনুতাপ হয় যুবকের। তিনি অফিসের হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে একটি ভিডিয়ো পোস্ট করেন এবং সেখানে নিজের দোষ স্বীকার করে নেন। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

Advertisement

পুণের খরাডী এলাকার ঘটনা। অভিযুক্ত যুবকের নাম শিবদাস গিতে। স্ত্রী জ্যোতি গিতেকে খুন করেছেন তিনি‌। অভিযোগ, বুধবার ভোরে স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন যুবক। ঝগড়া ক্রমে হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। রাগের মাথায় হাতের সামনে থাকা কাঁচি দিয়ে স্ত্রীকে আক্রমণ করেন অভিযুক্ত। ধারালো কাঁচি গেঁথে দেন একেবারে স্ত্রীর গলায়।

ভোরবেলা মহিলার চিৎকার শুনে ওই বাড়িতে ছুটে এসেছিলেন প্রতিবেশীরা। তাঁরাই রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর নিজের মোবাইলে একটি ভিডিয়ো রেকর্ড করেন যুবক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগে সেই ভিডিয়ো পাঠিয়ে দেন নিজের অফিসের হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে। ভিডিয়োয় নিজের অপরাধের কথা স্বীকার করেন যুবক। জানান, তিনি তাঁর স্ত্রীকে গলায় কাঁচি গেঁথে খুন করেছেন। খুনের পর তাঁর যে অনুতাপ হচ্ছে, তা-ও জানান সহকর্মীদের। এর পর পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে।

কী নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা হয়েছিল যুবকের, কেন এই খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন