বিষমদকাণ্ডে শোরগোল বিহারে। তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রতীকী চিত্র।
বিহারের সারণে বিষমদকাণ্ডে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। বিষমদকাণ্ডের তদন্ত করছে বিহার পুলিশের বিশেষ তদন্তকারী দল। সারণের এসপি সন্তোষ কুমার বলেন, ‘‘নির্দেশ অনুযায়ী তদন্ত করছে বিশেষ তদন্তকারী পুলিশ। তদন্তে দেখা যাচ্ছে, এই কাণ্ডের মূল অভিযুক্ত এক হোমিওপ্যাথি কম্পাউন্ডার।’’
ইতিমধ্যে জিজ্ঞাসাবাদে এই সব কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্তরা। মদকাণ্ড নিয়ে পুলিশ অফিসার আরও বলেন, ‘‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কম্পাউন্ডার তাঁর সহযোগীদের সহায়তায় হোমিওপ্যাথি ওষুধ এবং চিনি মিশিয়ে নকল মদ তৈরি করতেন। এর পর বেশ কিছু অসাধু ব্যবসায়ীর সহযোগিতায় সেগুলো বাজারে ছড়িয়ে পড়ত।’’
তিনি এ-ও জানান, পুলিশ ইতিমধ্যে একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে। ওই গাড়ি করে উত্তরপ্রদেশ থেকে নানা রাসায়নিক আসত। তার মধ্যেই থাকত মদের বোতল। রাসায়নিক বোতলে মদ ভর্তি করে চলত এই চোরাকারবার।
আগেই বিষমদকাণ্ডে ৯ জনকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বিহারে মদ বিক্রি নিষিদ্ধ।