College Student Suicide

বন্ধুর কথায় ১৫ লক্ষ টাকার গয়না খুইয়েছিলেন, প্রতারিত হয়ে ‘অভিমানে’ আত্মঘাতী তরুণী

বেঙ্গালুরুর এক কলেজের ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর বাড়ির বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে ওই তরুণীর দেহ। পুলিশ সূত্রে খবর, দেহের পাশে মিলেছে ‘সুইসাইড নোট’।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৩:২৩
Bengaluru student end her life after college mate cheats her of 15 lakh

প্রতিনিধিত্বমূলক ছবি।

বন্ধুর থেকে ১৫ লাখ টাকা প্রতারিত হয়ে ‘রাগে-অভিমানে’ আত্মহত্যা করলেন এক তরুণী। বেঙ্গালুরুর এক কলেজের ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে ওই তরুণীর দেহ। পুলিশ সূত্রে খবর, দেহের পাশে মিলেছে ‘সুইসাইড নোট’। তাতে লেখা কেন তিনি আত্মহত্যা করলেন!

Advertisement

‘ডেকান হেরাল্ড’-এ প্রকাশিত খবর অনুযায়ী, গত ২৯ নভেম্বর প্রিয়ঙ্কা নামে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হাসপাতালে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ‘সুইসাইড নোট’-এ আত্মহত্যার জন্য প্রিয়ঙ্কা তাঁর কলেজের এক বন্ধুকে দায়ী করেছেন। অভিযোগ, ওই বন্ধুর কথাতেই তিনি তাঁর ১৫ লক্ষ টাকার সোনার গয়না বিনিয়োগ করেছিলেন। কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে, বন্ধুর দ্বারা প্রতারিত হয়েছেন।

পুলিশের কাছে দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, প্রিয়ঙ্কাকে তাঁর বন্ধু বার বার ‘ক্যাসিনো’তে বিনিয়োগ করার কথা বলেন। প্রথমে তিনি রাজি ছিলেন না। কিন্তু পরে মত পাল্টান। তাঁর সোনার গয়না বিনিয়োগ করেন। বেশ কয়েক দিন পর নিজের গয়না ফেরত চান প্রিয়ঙ্কা। তবে বার বারই তাঁকে এড়িয়ে যাচ্ছিলেন তাঁর বন্ধু। ক্রমে প্রিয়ঙ্কা বুঝতে পারেন তিনি প্রতারণার জালে পড়েছেন। ভয়ে বাড়িতেও কিছু জানাতে চাননি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ নভেম্বর বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে আত্মহত্যা করেন প্রিয়ঙ্কা। অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement
আরও পড়ুন