Andhra Pradesh Accident

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, তালগোল পাকিয়ে গেল অটো, অন্ধ্রপ্রদেশে মৃত সাত, আহত আরও অনেকে

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে অনন্তপুরে। একটি অটোতে করে গার্লাডিন থেকে অনন্তপুরের দিকে যাচ্ছিলেন কয়েক জন। সেই সময় অনন্তপুরের দিক থেকে একটি সরকারি বাস আসছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৬:১৮
দুর্ঘটনাগ্রস্ত সেই অটো (বাঁ দিকে) এবং বাস (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

দুর্ঘটনাগ্রস্ত সেই অটো (বাঁ দিকে) এবং বাস (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে অন্ধ্রপ্রদেশে মৃত্যু হল সাত জনের। আহত বেশ কয়েক জন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে অনন্তপুরে। একটি অটোতে করে গার্লাডিন থেকে অনন্তপুরের দিকে যাচ্ছিলেন কয়েক জন। সেই সময় অনন্তপুরের দিক থেকে একটি সরকারি বাস আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি অটোতে ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষে অটো তালগোল পাকিয়ে যায়। অটোর যাত্রীরা ভিতরে আটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জনের। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

পুলিশ জানিয়েছে, বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বেপরোয়া ভাবে বাস চালানোর অভিযোগে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের। তার মধ্যে কুয়াশার কারণে দৃশ্যমানতাও কম ছিল।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তিনি মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। পুলিশ জানিয়েছে, মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে কয়েক জনের অবস্থাও আশঙ্কাজনক।

Advertisement
আরও পড়ুন