Delhi Assembly Election 2025

শাহি-মন্তব্যের ‘প্রতিবাদ’! দলিত পড়ুয়াদের জন্য অম্বেডকরের নামে নতুন বৃত্তির ঘোষণা কেজরীর

শনিবার অরবিন্দ কেজরীওয়াল বলেন, ‘‘স্বাধীন ভারতে কেউ কল্পনা করতেও পারেননি, সংসদে অম্বেডকরকে ব্যঙ্গ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অসম্মানজনক মন্তব্যের জবাবে আমি এই প্রকল্পের ঘোষণা করছি।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:০৬
Arvind Kejriwal\\\\\\\'s scholarship scheme for Dalit students amid Ambedkar row

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। ছবি: পিটিআই।

বিআর অম্বেডকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘ফ্যাশন’ মন্তব্যকে কেন্দ্র করে আন্দোলিত প্রায় গোটা দেশ। বিরোধীরা শাহের সমালোচনায় পথে নেমেছেন। প্রতিবাদ উঠেছে সংসদে। একযোগে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রত্যেক শরিক দল নিজেদের মতো করে প্রতিবাদ জানাচ্ছে। পাল্টা সুর চড়াচ্ছে বিজেপিও। এই আবহে এ বার ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক আম আদমি পার্টি (আপ) দিল্লির বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দলিত পড়ুয়াদের জন্য নতুন বৃত্তির ঘোষণা করল। নামও দেওয়া হল অম্বেডকরের নামে। শনিবার আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল জানান, সংবিধানের জনককে নিয়ে শাহের অসম্মানজনক মন্তব্যের প্রতিক্রিয়া হিসাবে ‘ডক্টর অম্বেডকর সম্মান বৃত্তি প্রকল্প’ চালু করবে আপ। তবে আগামী বিধানসভা নির্বাচনে দিল্লিতে আপ ক্ষমতায় ফিরলেই এই প্রকল্প চালু হবে।

Advertisement

শনিবার একটি সভায় অংশ নিয়েছিলেন কেজরীওয়াল। সেই সভায় বক্তৃতা দেওয়ার সময় নতুন প্রকল্পের ঘোষণা করেন তিনি। আপ প্রধান জানান, যে সব দলিত পড়ুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, তবে তাঁদের পড়াশোনার খরচের বোঝা কমাতে দিল্লি সরকার বৃত্তি দেবে। কেজরীওয়ালের কথায়, ‘‘অর্থের অভাবে যাতে কোনও দলিত পড়ুয়াদের পড়াশোনা আটকে না যায়, সে দিকে নজর রাখবে দিল্লি সরকার।’’

কেজরীওয়াল তাঁর বক্তৃতার সময় জানান, লন্ডনের এক কলেজে অম্বেডকরের পড়াশোনা অর্থের অভাবে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল। তার পর তিনি দেশে ফিরে আসেন, অর্থের জোগাড় করেন, আবার ফিরে যান। পড়াশোনা শেষ করেন। তার পরই শাহকে নিশানা করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অম্বেডকরের কোটি কোটি অনুগামীর ভাবাবেগে আঘাত করেছেন। কেজরীওয়ালের কথায়, ‘‘স্বাধীন ভারতে কেউ কল্পনা করতেও পারেননি, সংসদে অম্বেডকরকে ব্যঙ্গ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অসম্মানজনক মন্তব্যের জবাবে আমি এই প্রকল্পের ঘোষণা করছি।’’

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় শাহ বলেন, ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর...। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’’ বুধবার থেকেই শাহের বিরুদ্ধে অম্বেডকর-অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফার দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী ধর্না বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। অন্য দিকে, শাহের বিরুদ্ধে রাজ্যসভায় স্বাধিকারভঙ্গের নোটিস দিয়েছে তৃণমূল। শাহের মন্তব্যকে বিজেপির ‘দলিত-বিরোধী মনোভাব’-এর পরিচয় বলে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার শাহের মন্তব্যের প্রতিবাদে কেজরী নতুন প্রকল্পের ঘোষণা করলেন।

Advertisement
আরও পড়ুন