Sanjiv Goenka

নিজের স্কুলের দেওয়া সম্মান সব সময়েই বিশেষ: সেন্ট জেভিয়ার্সের খেতাব পেয়ে সঞ্জীব গোয়েন্‌কা

সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল থেকে ১৯৭৭ সালে পাশ করেছিলেন সিইএসসি কর্তা সঞ্জীব গোয়েন্‌কা। নিজের স্কুল থেকে এই সম্মান পেয়ে খুশি শিল্পপতি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২১:২৬
সঞ্জীব গোয়েন্‌কার হাতে তুলে দেওয়া হচ্ছে স্মারকলিপি।

সঞ্জীব গোয়েন্‌কার হাতে তুলে দেওয়া হচ্ছে স্মারকলিপি। — নিজস্ব চিত্র।

শিল্পপতি সঞ্জীব গোয়েন্‌কাকে বিশেষ সম্মান জানাল সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের প্রাক্তনীদের সংগঠন। ওই স্কুল থেকে ১৯৭৭ সালে পাশ করেছিলেন সিইএসসি কর্তা। এই সম্মান পেয়ে খুশি সঞ্জীব। তিনি জানিয়েছেন, নিজের স্কুল থেকে পুরস্কার পাওয়া সব সময়েই সম্মানের।

Advertisement

শনিবার ছিল সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের প্রাক্তনীদের ৪৫তম পুনর্মিলন উৎসব। আয়োজনে ছিল ‘অ্যালামনোরাম সোসাইটাস সেন্ট জেভিয়ার্স স্কুল ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন’। সেখানেই সঞ্জীবের হাতে ‘এএলএসওসি (অ্যালামনোরাম সোসাইটাস) কমপ্লিট জাভেরিয়ান ২০২৪’ পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পুরস্কার পাওয়ার পরে তিনি বলেন, ‘‘নিজের স্কুলকে আমি খুব শ্রদ্ধা করি। সেখান থেকে পুরস্কার পাওয়া সব সময়েই সম্মানের।’’

সঞ্জীবকে অভিনন্দন জানিয়েছেন তাঁর সহপাঠী এবং স্কুলের অন্য প্রাক্তনীরাও। প্রতি বছর সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে এই পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়। সেখানে সাংস্কৃতি অনুষ্ঠানের পাশাপাশি পুরস্কার প্রদান করা হয়। এ বার সেই পুরস্কার পেলেন স্কুলের প্রাক্তনী সঞ্জীব।

Advertisement
আরও পড়ুন