প্রতিনিধিত্বমূলক ছবি।
ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনের জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বুধবার সুকমা জেলায় ভেজ্জি এলাকায় রাজ্য পুলিশ এবং ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড বাহিনীর অভিযানে খোঁজ মিলেছে মাওবাদীদের গোপন অস্ত্রভাণ্ডারের।
পুলিশ জানিয়েছে, উদ্ধার অস্ত্রসম্ভারের মধ্যে রয়েছে আন্ডার ব্যারেল রকেট লঞ্চার, জিলেটিন অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক, রাইফেল এবং কার্তুজ। গোপন সূত্রে দান্তেশপুরম গ্রামের অদূরে মাওবাদীদের গতিবিধির কথা জানতে পেরেই ঝটিকা হানা দিয়েছিল পুলিশ। আর তাতেই মিলেছে সাফল্য।
গত ১ মার্চ সুকমা জেলার ওই এলাকার অদূরেই কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের কোবরা কমান্ডো এবং ছত্তীসগঢ় পুলিশের ‘ডিসট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’-এর যৌথবাহিনীর প্রত্যাঘাতে মৃত্যু হয় নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপল্স লিবারেশন গেরিলা আর্মি)-র দুই সদস্যের। তার পর থেকে ওই এলাকায় মাওবাদী তৎপরতা সাময়িক ভাবে বন্ধ হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।