NCC Cricket Tournament 2025

এনসিসি ক্রিকেট ফাইনালে আলিপুরদুয়ার ঠান্ডার্স এবং পূর্ব মেদিনীপুর ড্রাগনস

প্রথম সেমিফাইনালে মেদিনীপুর ড্রাগনস ৪ উইকেটে হারিয়েছে কম্বাইন্ড অ্যাভেঞ্জার্সকে। দ্বিতীয় সেমিফাইনালে অলিপুরদুয়ার ঠান্ডার্স ৯৯ রানে হারিয়েছে ঝাড়গ্রাম ফায়ারবোল্টসকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ২১:৩৪
picture of cricket

পুরস্কার প্রদান অনুষ্ঠান। ছবি: সংগৃহীত।

এনসিসি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে আলিপুরদুয়ার ঠান্ডার্সের মুখোমুখি হবে পূর্ব মেদিনীপুর ড্রাগনস। মঙ্গলবার সেমিফাইনালে মেদিনীপুর ড্রাগনস ৪ উইকেটে হারিয়েছে কম্বাইন্ড অ্যাভেঞ্জার্সকে। দ্বিতীয় সেমিফাইনালে অলিপুরদুয়ার ঠান্ডার্স ৯৯ রানে হারিয়েছে ঝাড়গ্রাম ফায়ারবোল্টসকে। ফাইনাল আগামী ৯ এপ্রিল।

Advertisement

বীরভূমের এমজিআর স্পোর্টস অ্যাকাডেমির মাঠে মঙ্গলবার হয় দু’টি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাট করে কম্বাইন্ড করে ৮ উইকেটে ১৩৪ রান। ১৩ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পূর্ব মেদিনীপুর। কম্বাইন্ডের দেবাশিস বনিক ৭টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৫১ রান করেন। তন্ময় সরকার করেন অপরাজিত ২৪। পূর্ব মেদিনীপুরের সফলতম বোলার রোহিত মন্ডল ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন। পূর্ব মেদিনীপুরের হয়ে ভাল ব্যাট করেন শুভ গুছাইত। তিনি ৪৪ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন। রোহিত ৮ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

দ্বিতীয় সেমিফাইনাল হল এক পেশে। প্রথমে ব্যাট করে আলিপুরদুয়ার ৭ উইকেটে ২০০ রান করে। জবাবে ঝাড়গ্রামের ইনিংস শেষ হয়ে যায় ১০১ রানে। আলিপুরদুয়ারের মনোজ পাসওয়ান ৬১ বলে ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মারেন ১২টি চার এবং ৫টি ছয়। হিমাংশু সিংহ করেন ৩৫। ঝাড়গ্রামের সফলতম বোলার বিশ্বনীল দত্ত ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন। জবাবে ঝাড়গ্রামের হয়ে ব্যাট হাতে কিছুটা লড়াই করেন জয়দীপ মাহাতো (অপরাজিত ২২) এবং তুহিন দাস (২১)। আলিপুরদুয়ারের বোলারদের মধ্যে সফলতম সুজিত বিশ্বাস ২০ রানে ৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া দেবী রায় ৪৫ রানে ৩ উইকেট নেন।

Advertisement
আরও পড়ুন