(বাঁ দিকে) শাহের কপ্টারে চলছে তল্লাশি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (ডান দিকে)। ছবি: এক্স।
বিরোধীরা বার বার অভিযোগ করেছে, বিধানসভা ভোটের আবহে মহারাষ্ট্রে বার বার তাদের চপারে তল্লাশি চালাচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগের মাঝেই হিঙ্গোলিতে নিজের চপারে কমিশনের আধিকারিকদের তল্লাশির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ভিডিয়ো পোস্ট করে লিখলেন, বিজেপি স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে।
২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা ভোট। সেই ভোটের প্রচারে শুক্রবার রাজ্যের হিঙ্গোলিতে গিয়েছেন শাহ। সেখানেই তাঁর চপারে তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যে ভিডিয়ো শাহ এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে, কমিশনের আধিকারিকেরা এক এক করে কপ্টারে থাকা ব্যাগ, সুটকেস খতিয়ে দেখছেন। এই নিয়ে তিনি লেখেন, ‘‘শুক্রবার মহারাষ্ট্রের হিঙ্গোলি বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারের সময় আমার চপারে তল্লাশি চালিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা।’’ পোস্টে তিনি আরও লেখেন, ‘‘বিজেপি স্বচ্ছ নির্বাচন এবং স্বাস্থ্যকর নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাস করে। নির্বাচন কমিশন যে নীতি তৈরি করেছে, তার সবটাই মেনে চলে বিজেপি।’’ তার পরেই তিনি জানিয়েছেন, গোটা পৃথিবীতে ভারত যাতে সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র হিসাবে নিজের অবস্থান অটুট রাখতে পারে, সে জন্য সকলকে নিজের কর্তব্য পালন করতে হবে। স্বাস্থ্যকর নির্বাচনী প্রক্রিয়া বজায় রাখতে হবে।
মহারাষ্ট্রে গত কয়েক দিনে বিরোধী দলের নেতারা যে কপ্টারে চেপে প্রচার করেছেন, সেগুলিতে তল্লাশি চালিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। সেই তালিকায় রয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়্গে, মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) প্রধান উদ্ধব ঠাকরে। তল্লাশি চালানো নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের জোট সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধী কংগ্রেস, উদ্ধবের নেতৃত্বাধীন শিবসেনা। গত সোমবার উদ্ধবের কপ্টারে তল্লাশি চালানোর সময় তাঁকে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়াতে দেখা যায়। তিনি এক আধিকারিকের নাম জানতে চান। উদ্ধব এ-ও দাবি করেন, রাজ্যের শাসক মহাযুতি জোটের নেতাদের ব্যাগ তল্লাশি করে না কমিশন। যদিও কমিশন সেই অভিযোগ উড়িয়ে জানায়, ভোটের আগে নিয়ম মেনেই ‘রুটিন তল্লাশি’ চালানো হচ্ছে। উদ্ধবের নেতৃত্বাধীন শিবসেনা নেতা সঞ্জয় রাউত প্রশ্ন করেন, যে ভাবে বিরোধীদের ব্যাগপত্তরে তল্লাশি চালানো হচ্ছে, সে ভাবেই কি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যাগ তল্লাশি করা হয়!
এর পরেই গত বুধবার মহারাষ্ট্র বিজেপি এক্সে ফডণবীসের কপ্টারে তাঁর ব্যাগের তল্লাশির একটি ভিডিয়ো পোস্ট করে। পালঘরের হেলিপ্যাডে শিন্ডের কপ্টারে রাখা তাঁর ব্যাগ তল্লাশির ভিডিয়োও পোস্ট করা হয়। শিন্ডে বিরোধীদের পাল্টা বলেন, ‘‘এত ভয় কেন?’’ এ বার অমিত শাহ নিজের চপারে তল্লাশির ভিডিয়ো পোস্ট করলেন।