তথ্য ভাগ করা বন্ধ হলে ভারতে ব্যবসা মার খাবে বলে অভিযোগ মেটা-র। —প্রতীকী চিত্র।
ওয়টস্যাপ ব্যবহারকারীদের তথ্য ভাগ করা বন্ধ হলে ভারতে ব্যবসা মার খাবে বলে অভিযোগ তাদের মূল সংস্থা মেটা-র। মার্ক জ়াকারবার্গের সংস্থাটির দাবি, এ নিয়ে প্রতিযোগিতা কমিশনের (সিসিআই) নির্দেশ জারি হলে দেশে তাদের বেশ কিছু পণ্য-পরিষেবা বন্ধ করতে হতে পারে। ফলে অসুবিধায় পড়বেন মানুষ ও দেশীয় সংস্থাগুলি।
২০২১-এ গোপনীয়তার নিয়ম বদলে ওয়টস্যাপ বলেছিল, বিজ্ঞাপন দেখাতে মেসেজিং অ্যাপটির গ্রাহকদের তথ্য মেটা-র সঙ্গে ভাগ করবে তারা। যার মধ্যে রয়েছে ফোন নম্বর ও মোবাইল, লেনদেন ও সংস্থার সঙ্গে হওয়া কথাবার্তা ইত্যাদি। এ নিয়ে আপত্তির মুখে তদন্তে নামে সিসিআই। নভেম্বরে তারা বলে, গ্রাহককে নীতি থেকে বেরনোর সুযোগ দিতে হবে। ভারতে পাঁচ বছর ওয়টস্যাপের তথ্য সংস্থা মেটা-র সঙ্গে ভাগ করা যাবে না। সংস্থাকে ২.৪৫ কোটি ডলার (প্রায় ২১২ কোটি টাকা) জরিমানাও করে।
মেটা-র দাবি, এই নির্দেশে গ্রাহক তো বটেই, ধাক্কা খাবে বিজ্ঞাপনদাতা সংস্থাও। ফেসবুক, ওয়টস্যাপ, মেটা-র আর্থিক ক্ষতি হবে। কিছু বৈশিষ্ট্য ও পণ্য-পরিষেবা বন্ধও করতে হতে পারে। বৃহস্পতিবার ট্রাইবুনালে সংস্থার আর্জির শুনানি হবে।