Auspicious days in Magh 2025

মাঘ মাসে নতুন শিল্প শুরু করার শুভ দিন রয়েছে? বাড়িতে নতুন দেবতা প্রতিষ্ঠা করার শুভ দিন কবে?

মাঘ মাস বাংলার দশম মাস। এই মাসে সূর্য (রবি) অবস্থান করে মকর রাশিতে। মাঘ মাসে শিল্পরম্ভ, শান্তি-স্বস্ত্যয়ন, শিব প্রতিষ্ঠা, দেবতা প্রতিষ্ঠার শুভ দিনগুলি জেনে নিন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ০৭:৩১
Auspicious dates for starting any business in Bengali month magh 1431 and 15th Jan to 13th Feb 2025

—প্রতীকী ছবি।

শিল্পারম্ভ, শান্তি-স্বস্ত্যয়ন, শিব প্রতিষ্ঠা এবং দেবতা প্রতিষ্ঠা ইত্যাদি কাজই আমাদের জীবনের অঙ্গ। এক এক ধরনের শুভ কাজের জন্য বিশেষ দিন, মাস, বার, সময় এবং গ্রহের অবস্থান দেখে নেওয়া প্রয়োজনীয়। অর্থাৎ, সেই নির্দিষ্ট দিনে কাজটি করলে শুরু করলে সফলতা এবং সার্থকতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। এই কারণেই সফলতা প্রাপ্তির উদ্দেশ্যে শুভ দিন দেখে কাজ করা হয় বা কাজ শুরু করা হয়। মাঘ মাস বাংলার দশম মাস। এই মাসে সূর্য (রবি) অবস্থান করে মকর রাশিতে। মাঘ মাসে শিল্পারম্ভ, শান্তি-স্বস্ত্যয়ন, শিব প্রতিষ্ঠা, দেবতা প্রতিষ্ঠার শুভ দিনগুলি জেনে নিন।

Advertisement

মাঘ মাসে শিল্পরম্ভের শুভ দিন:

১ মাঘ, ১৫ জানুয়ারি, বুধবার।

৬ মাঘ, ২০ জানুয়ারি, সোমবার।

৮ মাঘ, ২২ জানুয়ারি, বুধবার।

১৭ মাঘ, ৩১ জানুয়ারি, শুক্রবার।

১৯ মাঘ, ২ ফেব্রুয়ারি, রবিবার।

২৪ মাঘ, ৭ ফেব্রুয়ারি, শুক্রবার।

২৭ মাঘ, ১০ ফেব্রুয়ারি, সোমবার।

মাঘ মাসে শান্তি-স্বস্ত্যয়ন শুভ দিন:

১ মাঘ, ১৫ জানুয়ারি, বুধবার।

৫ মাঘ, ১৯ জানুয়ারি, রবিবার।

৬ মাঘ, ২০ জানুয়ারি, সোমবার।

৮ মাঘ, ২২ জানুয়ারি, বুধবার।

১৭ মাঘ, ৩১ জানুয়ারি, শুক্রবার।

১৯ মাঘ, ২ ফেব্রুয়ারি, রবিবার।

২৪ মাঘ, ৭ ফেব্রুয়ারি, শুক্রবার।

২৭ মাঘ, ১০ ফেব্রুয়ারি, সোমবার।

মাঘ মাসে শিব প্রতিষ্ঠার শুভ দিন:

২৪ মাঘ, ৭ ফেব্রুয়ারি, শুক্রবার।

২৭ মাঘ, ১০ ফেব্রুয়ারি, সোমবার।

মাঘ মাসে দেবতা প্রতিষ্ঠার শুভ দিন:

১৭ মাঘ, ৩১ জানুয়ারি, শুক্রবার।

২৪ মাঘ, ৭ ফেব্রুয়ারি, শুক্রবার।

২৭ মাঘ, ১০ ফেব্রুয়ারি, সোমবার।

Advertisement
আরও পড়ুন