Jharkhand Assembly Election 2024

ঝাড়খণ্ডে শেষ প্রথম দফার প্রচার, বুধে ভোটগ্রহণ ৪৩ আসনে, গুরুত্বপূর্ণ কোন কোন প্রার্থী লড়াইয়ে?

আগামী ২০ নভেম্বর দ্বিতীয় দফায় বাকি ৩৮টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে ঝাড়খণ্ডে। গণনা আগামী ২৩ নভেম্বর। মহারাষ্ট্রের ভোটগণনার সঙ্গেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২২:৫৫
(বাঁ দিক থেকে) অজয় কুমার, গীতা কোড়া এবং চম্পই সোরেন।

(বাঁ দিক থেকে) অজয় কুমার, গীতা কোড়া এবং চম্পই সোরেন। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ঝাড়খণ্ডে প্রথম দফার বিধানসভা ভোটের প্রচার শেষ হল সোমবার। বুধবার বাংলার পড়শি রাজ্যের ৮১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৩টিতে ভোটগ্রহণ হবে। ভাগ্যপরীক্ষা হবে ৬৮৩ জন প্রার্থীর। মোট ভোটারের সংখ্যা এক কোটি ৩৭ লক্ষ। প্রথম দফায় মোট ১৫,৩৪৪টি বুথে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে কমিশন।

Advertisement

আগামী ২০ নভেম্বর দ্বিতীয় দফায় বাকি ৩৮টি আসনে ভোটগ্রহণ হবে ঝাড়খণ্ডে। গণনা আগামী ২৩ নভেম্বর। মহারাষ্ট্রের ভোটগণনার সঙ্গেই। সোমবার মাওবাদী উপদ্রুত কয়েকটি কেন্দ্রে ভোটের জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। বুধবার প্রথম দফার ভোটগ্রহণের দিনেই ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সে রাজ্যে প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘এ বারের ভোটে প্রধান বিষয় বাংলাদেশি অনুপ্রবেশ।’’

প্রথম দফার ভোটে বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন (সেরাইকেলা), তাঁর পুত্র বাবুলাল (ঘাটশিলা), দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী— মধু কোড়ার স্ত্রী তথা প্রাক্তন সাংসদ গীতা কোড়া (জগনাথপুর) এবং অর্জুন মুন্ডার স্ত্রী মীরা (পোটকা)। বিজেপির আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের পুত্রবধূ পূর্ণিমা। উল্লেখযোগ্য কংগ্রেস প্রার্থী, এআইসিসির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন আইপিএস অজয় কুমার (জামশেদপুর পূর্ব) এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মন্ত্রিসভার সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর ওরাওঁ (লোহারডাগা)।

Advertisement
আরও পড়ুন